ম্যাঞ্চেস্টার, 16 জুলাই: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই করলেন ডেনমার্কের ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেন ৷ যিনি ইউরোর 2020-র উদ্বোধনী ম্যাচে ফিনল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠ ছেড়েছিলেন ৷ সেই এরিকসনকে ফ্রি এজেন্ট হিসাবে 3 বছরের জন্য সই করাল ম্যান ইউ (Christian Eriksen Remarkable Comeback By Signing for Manchester United) ৷
ইউরোতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ক্রিশ্চিয়ান এরিকসনকে বাধ্য হয়ে সেরি এ-এর ক্লাব ইন্টার মিলান ছেড়ে দিতে হয় ৷ কারণ, ইতালিয়ান ফুটবল লিগের নিয়ম অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হলে কোনও ফুটবলার আর সেখানকার কোনও ক্লাবের হয়ে খেলতে পারবেন না ৷ পরে অবশ্য বেনফোর্ডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শেষদিকে খেলেছিলেন ৷ যদিও হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ফিফা ফ্রেন্ডলিতে মাঠে নেমেছিলেন ডেনমার্কের জার্সি পরেই ৷ যে ম্যাচে গোলও করেন তিনি ৷ এর মাঝে আয়াক্সের হয়ে মাঠে নেমে ছিলেন ক্রিশ্চিয়ান এরিকসেন ৷