কলকাতা, 27 ফেব্রুয়ারি:কৌস্তুভ চট্টোপাধ্যায়ের গ্র্যান্ডমাস্টার হওয়ার একমাসের মধ্যে ফের গ্র্যান্ডমাস্টার পেল বাংলা (11th Grandmaster of WB)। এবার গ্র্যান্ডমাস্টার হলেন সায়ন্তন দাস। স্কটিশচার্চ স্কুল এবং কলেজের প্রাক্তন ছাত্র সায়ন্তন বাংলার একাদশ গ্র্যান্ডমাস্টার। ফ্রান্সের কানে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় গ্র্যান্ডমাস্টার নর্ম যোগাড় করলেন এই ছাব্বিশ বছরের বাংলার দাবাড়ু।
কলকাতার আলেখিন চেস ক্লাবের দাবা অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন সায়ন্তন। কান আর্ন্তজাতিক দাবা প্রতিযোগিতায় 9 রাউন্ডে 7.5 পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়ন হন তিনি। ফ্রান্সে যাওয়ার আগে কাঙ্খিত পয়েন্ট থেকে 24 পয়েন্ট দূরে ছিলেন বাঙালি তরুণ এই দাবাড়ু। সেখানে গিয়ে প্রতিযোগিতা থেকে 28 রেটিং পয়েন্ট এল ৷ তা আসতেই ভারতের 81 নম্বর গ্র্যান্ডমাস্টার হলেন সায়ন্তন।
গ্র্যান্ডমাস্টার হওয়ার আগে রক্তিম বন্দ্যোপাধ্যায়ের ছাত্রটি স্পেন, দিল্লি, চেক রিপাবলিক এবং মাদুরাইতে চারটি নর্ম যোগাড় করে ফেলেছিলেন। কিন্তু প্রয়োজনীয় এলো রেটিং পয়েন্ট কম থাকায় কান-এর প্রতিযোগিতা পর্যন্ত অপেক্ষা করতে হল। আলেখিন চেস ক্লাবের ছাত্র সায়ন্তন ইতিমধ্যে অনূর্ধ্ব-15, 17, 19 জাতীয় চ্যাম্পিয়নশিপে একই বছরে জেতার ব্যাপারে কৃতিত্ব দেখিয়েছিলেন। রাজ্যের সিনিয়র পর্যায়ের দাবার খেতাবও তাঁর মুকুটে উঠেছিল অনেক আগেই।
আরও পড়ুন:14 বছর বয়সেইগ্র্যান্ডমাস্টার চেন্নাইয়ের ভরত সুব্রমনিয়ম
2008 সালে অনূর্ধ্ব-12 বিশ্বচ্যাম্পিয়ন হওয়া ছাড়াও ওয়ার্ল্ড অলিম্পিয়াড চ্যাম্পিয়নশিপের ভারতীয় দলের সদস্য ছিলেন সায়ন্তন। এছাড়াও এশিয়ান ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের এই প্রাক্তন ছাত্রটির ঝুলিতে। সায়ন্তনের গ্র্যান্ডমাস্টার হওয়ার দিনে আলেখিন চেস ক্লাবের আরেক শিক্ষার্থী নীলাশ সাহা হাঙ্গেরির বুদাপেস্টে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি 9 রাউন্ডে 7 পয়েন্ট পেয়ে খেতাব জিতলেন। চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে নীলাশ পেয়েছেন প্রথম গ্র্যান্ডমাস্টার নর্ম। গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া জানিয়েছেন, সায়ন্তনের সাফল্য বাংলার দাবার অগ্রগতির স্মারক। একমাস আগে কৌস্তুভ গ্র্যান্ডমাস্টার হয়েছেন। আগামিদিনে নীলাশ-সহ একাধিক প্রতিভাবান দাবাড়ু গ্র্যান্ডমাস্টার হবে। যা এই রাজ্যের সামগ্রিক দাবার উন্নত ছবিটাই তুলে ধরছে।