পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

FIFA World Cup 2022: শেষ মুহূর্তে নাটক, ক্যামেরুনের কাছে হার ব্রাজিলের - Argentina

আরও একটা অঘটনের রাত দেখল কাতার । 1-0 গোলে ক্যামারুনের কাছে হেরে গেল ব্রাজিল । চোখে লেগে থাকার মতো ফুটবল উপহার দিয়েও পরের রাউন্ডে যাওয়া হল না ক্যামারুনের (Cameroon Creates Another Upset in FIFA World Cup)

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 3, 2022, 7:21 AM IST

দোহা, 3 ডিসেম্বর:আরও একটাঅঘটনের রাত দেখল কাতার । দেখল জোড়া ধাক্কা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরে নেইমার জুনিয়র মাঠের বাইরে বসে দেখলেন তাঁদের দল হারছে। আর ফুটবল বিশ্ব দেখল দুর্দান্ত একটা লড়াই। আর্জেন্টিনা (Argentina), জার্মানি (Germany), স্পেন (Spain), পর্তুগালের (Portugal) পর এবার অঘটনের শিকার ব্রাজিল (Brazil)। 92 মিনিটে চুকো মুটিং-এর সেন্টার থেকে আবু বকরের হেড থেকে করা গোলে জিতে গেল ক্যামেরুন (Cameroon)। ম্যাচের একেবারে শেষ মুহুর্তে গোল করে দলকে এগিয়ে দেন আবু বকর। এরপরও ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল ব্রাজিল। তবে সেখান থেকে গোল হয়নি। শেষ অবধি হারতে হল 1-0 গোলে (Brazil lost to Cameroon by 1-0)।

এবারের বিশ্বকাপে (FIFA World Cup 2022) এটাই ব্রাজিলের প্রথম হার। এর আগে এবারের বিশ্বকাপে একটাও গোল খায়নি পাঁচবারের চ্যাম্পিয়নরা। শুধু তাই নয় চলতি বিশ্বকাপে অ্যালিসন বেকারকে এতটা ব্যস্ত হতে হয়নি যা শুক্রবার রাতে থাকতে হল। গোল হজম করার আগে আরও দুবার তাঁকে দলের নিশ্চিত পতন রক্ষা করতে হয়। আগের দুটো ম্যাচে এটা করতে হয়নি। তবে দিনের শেষে সেলেকাওদের রক্ষণ ভাঙল। এটা অবশ্যই ওয়েক আপ কল। সবমিলিয়ে চলতি বিশ্বকাপে কোনও দলই অপরাজিত থেকে পরের পর্বে যেতে পারল না।

গোল করার কৃতিত্ব যদি হয় চুকো মুটিং ও আবু বকরের তবে ক্যামেরুনকে 90 মিনিট লড়াইয়ে রাখার কৃতিত্ব গোলরক্ষক ডেভিস ইপাসসির। একের পর এক অবধারিত গোল বাঁচিয়ে গিয়েছেন তিনি। প্রতি আক্রমণে মাঝেমাঝেই চাপ তৈরি করছিল ক্যামেরুন। তবে অঘটন ঘটিয়েও পরের রাউন্ডে যেতে পারল না তারা। গ্রুপের অপর ম্যাচে সার্বিয়াকে সুইজারল্যান্ড হারিয়ে দেওয়ায় ক্যামারুনের বিশ্বকাপ অভিযানে ইতি পড়ে গেল। প্রিকোয়ার্টারে ব্রাজিলের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। অন্যদিকে পর্তুগালের সামনে সুইৎজারল্যান্ড।

আরও পড়ুন: সংযুক্তি সময়ের গোলে শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়া, জিতেও বিদায় সুয়ারেজদের

ক্যামেরুন শুক্রবার যে ফুটবল খেলেছেন তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। ব্রাজিলের আক্রমণ রুখতে মরিয়া প্রয়াস চালাতে থাকেন ক্যামেরুন ফুটবলাররা। তাঁরাও যে সুযোগ পাননি এমনটা নয় । সুযোগ এলেও গোল হয়নি। এই ম্যাচে জিততেই হত ক্যামেরুনকে। তবে গোল পার্থক্য একটা বড় ব্যাপার। সেখানেও এগিয়ে থাকতে হত তাঁদের। কিন্তু শেষমেশ ব্রাজিলকে যে তারা হারিয়ে দেবে এমনটাও কেউই ভাবেননি। সেটাই ঘটল।

পরের রাউন্ডে জায়গা নিশ্চিত হওয়ায় দলে একাধিক পরিবর্তন এনেছিলেন কোচ তিতে। আসলে, রিজার্ভ বেঞ্চকে একবার দেখে নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। ক্যামেরুনের ক্ষিপ্র গতির কথা মাথায় রেখে ব্রেইমারদের ডিফেন্সেই থাকার নির্দেশ দিয়েছিলেন তিনি। তবে একেবারে শেষ মুহূর্তে গোল না হওয়ায় কিছুটা ওপরের দিকে উঠে গিয়েছিলেন ডিফেন্ডাররা। আর তাতেই বিপত্তি ঘটল । প্রথমবার বিশ্বকাপের আসরে কোনও আফ্রিকান দলের কাছে হারল ব্রাজিল। অন্যদিকে, গোল করেও লাল কার্ড দেখতে হল আবু বকরকে। আগে ব্রুনো গুইমারেজকে ফাউল করায় হলুদ কার্ড দেখতে হয়েছিল। গোল করে জার্সি খুলে ফেলায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হল তাঁকে। তবে কাজের কাজ করে বীরের সম্মান পেলেন ক্যামেরুনের স্ট্রাইকার। পাশাপাশি তিতে দেখলেন তাঁর দল পাসের জাল বুনলেও গোলের সামনে কানা। এই রোগের ওষুধ খুঁজে না পেলে সমস্যা বাড়তে বাধ্য ব্রাজিলের। এদিন মাঠে এসেছিলেন নেইমার। চোট পাওয়ার পরে প্রথমবার। গ্যালারিতে তাঁর বসে থাকা হয়ত সুস্থতার ইঙ্গিত। এই হারের পরে তিতে অবশ্যই মাঠে চাইবেন নিজের সেরা অস্ত্রকে।

ABOUT THE AUTHOR

...view details