পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Carrom Champion Dipa Gupta : ক্যান্সারকে হারিয়ে ক্যারম বোর্ডেই বাঁচার রসদ খুঁজছেন দীপা

অস্ত্রোপচারের পর ফের জীবনের মূলস্রোতে ফিরেছেন ৷ আর অক্টোবর থেকে পুনরায় ক্যারম বোর্ডে বাঁচার রসদ খুঁজছেন দীপা (beating cancer Dipa Gupta looks for a new way to survive through carrom) ৷ 'ডান ক্যান‘ট বি আনডান'৷ এই মন্ত্রেই সাহস সঞ্চয় করে কর্কট ব্যধিকে হারিয়েছেন দীপা ৷

Carrom Champion Dipa Gupta
ক্যান্সারকে হারিয়ে ক্যারম বোর্ডেই বাঁচার রসদ খুঁজছেন দীপা

By

Published : Jan 9, 2022, 10:56 PM IST

কলকাতা, 9 জানুয়ারি : ক্য়ারমের বোর্ডেই জীবনে বেঁচে থাকার মানে খুঁজে পান তিনি ৷ রাজ্যস্তরের চ্যাম্পিয়ন নাবার্ডের অবসরপ্রাপ্ত কর্মী দীপা গুপ্ত ভেবেছিলেন অবসরোত্তর জীবন কাটিয়ে দেবেন দেশ-বিদেশ ঘুরে ৷ কিন্তু গতবছরের শুরুতে জীবনের সমস্ত সমীকরণ বদলে গেল তাঁর ৷ 2021 জানুয়ারিতে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন দীপা ৷ সফল অস্ত্রোপচারের পর ফের জীবনের মূলস্রোতে ফিরেছেন ৷ আর অক্টোবর থেকে পুনরায় ক্যারম বোর্ডে বাঁচার রসদ খুঁজছেন দীপা (beating cancer Dipa Gupta looks for a new way to survive through carrom) ৷

'ডান ক্যান‘ট বি আনডান'৷ এই মন্ত্রেই সাহস সঞ্চয় করে কর্কট ব্যধিকে হারিয়েছেন দীপা ৷ 'মুন্নাভাই এমবিবিএস' ছবিতে মরণাপন্ন রোগীর ক্যারম খেলার মধ্যে দিয়ে জীবন খুঁজে পাওয়ার গল্প দেখিয়েছিলেন পরিচালক রাজু হিরানী ৷ দীপার গল্পে রিল যেন ধরা দিয়েছে রিয়েল লাইফে ৷ সরকারি কর্মচারী হলেও খেলাধুলোয় ব্যাপক উৎসাহী দীপা। ক্যারম ছাড়াও ব্যাডমিন্টন, টেবিল টেনিসের প্রতি ভালবাসা রয়েছে নাবার্ডের অবসরপ্রাপ্ত কর্মীর ৷ আবার সময় পেলে পাহাড়ে চড়তেও বেড়িয়ে পড়েন দীপা। তবে তাঁর প্রথম প্রেম অবশ্যই ক্যারম।

আরও পড়ুন : Hair Donation : জন্মদিনে শখের চুল ক্যানসার রোগীদের পাঠালেন মডেল

রাজ্যস্তরের পাশাপাশি চুটিয়ে খেলছেন বিভিন্ন আঞ্চলিক প্রতিযোগিতায় ৷ একদা সহকর্মীর সঙ্গে জুটি বেঁধে রাজ্য চ্যাম্পিয়নশিপে মেলে ধরেছিলেন নিজেকে। তবে অল্পের জন্য জায়গা হয়নি জাতীয় চ্যাম্পিয়নশিপে ৷ সে যাইহোক, ক্যান্সারকে বাপি বাড়ি যা বলে ক্যারমকে সঙ্গী করেই জীবনের নয়া স্টান্স খুঁজছেন দীপা ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details