পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jul 16, 2023, 11:08 PM IST

ETV Bharat / sports

Avinash Sable: ডায়মন্ড লিগে ষষ্ঠ স্থানে শেষ করে প্যারিস অলিম্পিকসের টিকিট পেলেন অবিনাশ

সিলেশিয়ায় অনুষ্ঠিত ডায়মন্ড লিগে 3000 মিটার স্টিপলচেসে ষষ্ঠ স্থান অর্জন করেছেন অবিনাশ সাবলে ৷ তাতেই 2024 প্যারিস অলিম্পিক্সে যাওয়ার রাস্তা পাকা করে নিয়েছেন মহারাষ্ট্রের বছর আঠাশের এই যুবক ৷

Avinash Sable
অবিনাশ সাবলে

সিলেশিয়া (পোল্যান্ড), 16 জুলাই:আগামী বছর অনুষ্ঠিত হবে প্যারিস অলিম্পিকস ৷ আগামী বছর গ্রেটেস্ট শো অন আর্থে যোগ্যতার ট্রায়াল শুরু হয়ে গিয়েছে গত 1 জুলাই থেকে ৷ যা চলবে 2024-এর 30 জুন পর্যন্ত ৷ এর মধ্যে রবিবার পোল্যান্ডের সিলেশিয়ায় অনুষ্ঠিত ডায়মন্ড লিগে ষষ্ঠ স্থান অর্জন করে 2024 প্যারিস অলিম্পিকের টিকিট অর্জন করে নিয়েছেন স্টিপলচেসার অবিনাশ সাবলে ৷ 28 বছর বয়সি মরাঠা এই অ্যাথলিট 8 মিনিট 12 সেকেন্ডের (8:11.63) সামান্য আগেই তাঁর 3000 মিটার দৌড় শেষ করেন ৷ সেক্ষেত্রে অল্পের জন্য জাতীয় রেকর্ড হাতছাড়া হয় তাঁর (8:11.20 মিনিটে) ৷

তবে প্যারিস অলিম্পিকসে যাওয়ার জন্য (8:15.00) তা যথেষ্ট ছিল ৷ ফলত খুব সহজেই তিনি প্যারিস অলিম্পিকসের যোগ্যতা অর্জন করেছেন ৷ মরক্কোর বিশ্ব এবং অলিম্পিকস চ্যাম্পিয়ন এল বাক্কালি সোফিয়ান মিট রেকর্ড টাইমে 8:03.16 মিনিটে দৌড় জিতেছেন ৷ সেখানে কেনিয়ার আব্রাহাম কিবিওট (8:08.03) এবং লিওনার্ড কিপকেমোই বেট (8:09.45) যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছেন। দেশের প্রথম ট্র্যাক অ্যাথলিট হিসেবে এমন সামগ্রিকভাবে ষষ্ঠ ভারতীয় হিসেবে প্যারিস অলিম্পিকসে যোগ্যতা অর্জন করলেন সাবলে।

সাবলের পাশাপাশি এখনও পর্যন্ত প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জন করেছেন যে ভারতীয়রা তাঁরা হলেন, 20 কিমি রেস ওয়াকার-পুরুষদের ইভেন্টে অক্ষদীপ সিং, বিকাশ সিং এবং পরমজিৎ সিং বিষ্ট ৷ মহিলাদের ইভেন্টে প্রিয়াঙ্কা গোস্বামী ৷ এই তালিকায় রয়েছেন লং জাম্পার মুরলি শ্রীশঙ্করও ৷ উল্লেখ্য, অলিম্পিক্সের লং জাম্পের যোগ্যতা অর্জনের মানদণ্ড 8.27 মিটার। শনিবার ব্যাংককে শ্রীশঙ্কর 8.37 মিটার লাফিয়ে রুপো জেতেন। সেই সঙ্গে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতাও অর্জন করেন 24 বছরের এই তরুণ। গতবছর কমনওয়েলথ গেমসে রুপো জিতেছিলেন মুরলী। চলতি এশিয়ান অ্য়াথলেটিক্সে ভারতের এটি 12তম পদক। এদিকে, চলতি এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের পুরুষদের হাইজাম্পে রুপো জেতেন ভারতের সারভেশ কুশারে।

আরও পড়ুন:ন্যায়বিচার চেয়ে প্রতিবাদে সামিল হওয়া সঙ্গীতা ব্রোঞ্জ এনে দিলেন দেশকে

ABOUT THE AUTHOR

...view details