পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Asian Games 2023: স্বল্প সময়ের ব্যবধানে অ্যাথলেটিক্সে জোড়া সোনা ভারতের, অভিনাশ-তাজিন্দরপাল দেশকে দিলেন পদক - তাজিন্দরপাল

চলতি এশিয়াডে অল্প সময়ের ফারাকে পরপর সোনা এল অ্যাথলেটিক্সে ৷ অষ্টম দিনে পুরুষদের 3000 মিটার স্টেপলচেজ ও পুরুষদের শটপাটে দেশকে সোনা এনে দিলেন অভিনাশ সাবলে ও তাজিন্দরপাল সিং তূর ৷

সৌঃ টুইটার
Asian Games 2023

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2023, 5:14 PM IST

Updated : Oct 1, 2023, 6:56 PM IST

হ্যাংঝাউ, 1 অক্টোবর:অষ্টম দিনের শুরুতে শুটিংয়ের হাত ধরে সোনা এসেছিল ভারতের ঝুলিতে ৷ এবার খুব স্বল্প সময়ের মধ্যে দেশকে জোড়া সোনা এনে দিলেন অভিনাশ সাবলে ও তাজিন্দরপাল সিং তূর ৷ পুরুষদের 3000 মিটার স্টেপলচেজে বাকি প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে দেশকে বিদেশের মাটিতে গর্বিত করলেন অভিনাশ ৷ এই প্রথম হ্যাংঝাউ এশিয়ান গেমসে অ্যাথলেটিক্সে সোনা এল অভিনাশের হাত ধরে ৷ অন্যদিকে, এশিয়ান গেমসে পরপর দু'বার সোনা জিতে দেশকে গর্বিত করলেন শট পাটার তাজিন্দরপাল সিং ৷

এদিন 8 মিনিট 19.50 সেকেন্ডে দৌড় শেষ করেন অভিনাশ। তাতেই এশিয়ান গেমসে রেকর্ড গড়েন তিনি। অভিনাশের পর রুপো পেয়েছেন জাপানের রিয়োমা আওকি। ব্রোঞ্জও পেয়েছে জাপান। সেইয়া সুনাডা তৃতীয় হয়েছেন। তাঁদের অনেকটাই পিছনে ফেলে দেন ভারতের অবিনাশ। দ্বিতীয় জনের সঙ্গে প্রায় চার সেকেন্ডের তফাৎ ছিল তাঁর। 20.36 মিটার দূরত্বে শট পাট ছুড়ে দেশকে এ বারের গেমস থেকে 13তম সোনা এনে দিলেন তাজিন্দরপাল সিং। তাই অ্যাথলেটিক্স থেকে এল দ্বিতীয় সোনা এল ভারতের ঝুলিতে। তেজিন্দার দেশকে পদক দিলেও পারলেন না শাহিব সিংহ। একই ইভেন্টে তিনি 18.62 মিটার দূরত্বে শট পাট ছুড়ে অষ্টম স্থানে শেষ করলেন তিনি ৷

অন্যদিকে, গতবার শট পাটে যা করেছিলেন, এ বারও তাই করে দেখালেন তাজিন্দরপাল সিং তূর। জাকার্তা এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন 20.75 মিটার থ্রো করে। রেকর্ডও গড়েছিলেন তিনি। পঞ্জাবের 28 বছরের ছেলে এনেছিলেন সোনাও। এবারও সোনা নিজের গলাতেই রাখলেন তাজিন্দর। কেরিয়ারে যথেষ্ট সাফল্য পেয়েছেন তাজিন্দর। দু'বার এশিয়ান চ্যাম্পিয়নশিপে পেয়েছেন সোনা। এই বছরেই 21.77 মিটার থ্রো করে শট পাটে নতুন জাতীয় রেকর্ড বানিয়েছিলেন তাজিন্দর।

তাজিন্দর ভারতের হয়ে চলতি এশিয়াডে 13তম সোনা জিতলেন। এই খেলার ফল অনুয়ায়ী 16টা রুপো ও 16টা ব্রোঞ্জ-সহ মোট 45টা পদক জিতল ভারত। গতবার এশিয়ান গেমসে 70টা পদক জিতেছিল ভারত। এবার সেই রেকর্ডও ছাপিয়ে যাওয়ার লক্ষ্যে রয়েছেন ভারতীয় অ্যাথলিটরা।

আরও পড়ুন:এশিয়াডে মেয়েদের 50 কেজি বিভাগে ব্রোঞ্জেই থামলেন নিখাত জারিন

Last Updated : Oct 1, 2023, 6:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details