হ্যাংঝাউ, 1 অক্টোবর:অষ্টম দিনের শুরুতে শুটিংয়ের হাত ধরে সোনা এসেছিল ভারতের ঝুলিতে ৷ এবার খুব স্বল্প সময়ের মধ্যে দেশকে জোড়া সোনা এনে দিলেন অভিনাশ সাবলে ও তাজিন্দরপাল সিং তূর ৷ পুরুষদের 3000 মিটার স্টেপলচেজে বাকি প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে দেশকে বিদেশের মাটিতে গর্বিত করলেন অভিনাশ ৷ এই প্রথম হ্যাংঝাউ এশিয়ান গেমসে অ্যাথলেটিক্সে সোনা এল অভিনাশের হাত ধরে ৷ অন্যদিকে, এশিয়ান গেমসে পরপর দু'বার সোনা জিতে দেশকে গর্বিত করলেন শট পাটার তাজিন্দরপাল সিং ৷
এদিন 8 মিনিট 19.50 সেকেন্ডে দৌড় শেষ করেন অভিনাশ। তাতেই এশিয়ান গেমসে রেকর্ড গড়েন তিনি। অভিনাশের পর রুপো পেয়েছেন জাপানের রিয়োমা আওকি। ব্রোঞ্জও পেয়েছে জাপান। সেইয়া সুনাডা তৃতীয় হয়েছেন। তাঁদের অনেকটাই পিছনে ফেলে দেন ভারতের অবিনাশ। দ্বিতীয় জনের সঙ্গে প্রায় চার সেকেন্ডের তফাৎ ছিল তাঁর। 20.36 মিটার দূরত্বে শট পাট ছুড়ে দেশকে এ বারের গেমস থেকে 13তম সোনা এনে দিলেন তাজিন্দরপাল সিং। তাই অ্যাথলেটিক্স থেকে এল দ্বিতীয় সোনা এল ভারতের ঝুলিতে। তেজিন্দার দেশকে পদক দিলেও পারলেন না শাহিব সিংহ। একই ইভেন্টে তিনি 18.62 মিটার দূরত্বে শট পাট ছুড়ে অষ্টম স্থানে শেষ করলেন তিনি ৷