কলকাতা, 7 ডিসেম্বর: ঘরের মাঠে হায়দরাবাদ এফসি, কান্তিরাভায় বেঙ্গালুরু এফসিকে হারিয়ে জুয়ান ফেরান্দোর ছেলেরা এবার জামশেদপুর এফসি'র সামনে। শেষ পাঁচ ম্যাচ হারলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ সবুজ-মেরুন কোচ (Juan Ferrando) । এদিন বাগানের স্প্যানিশ কোচ জানান, ওরা গতবছর লিগ শিল্ড জিতেছিল এবং ওদের দলেও ভালো ফুটবলার রয়েছেন ৷ তাই প্রতিপক্ষকে কঠিনভাবেই ভাবতে হবে (ATKMB Will Take on Jamshedpur FC) ৷
যুবভারতী ক্রীড়াঙ্গনে নামার চব্বিশ ঘণ্টা আগে চোট-আঘাত এবং কার্ড সমস্যায় এটিকে মোহনবাগান। চারটে হলুদ কার্ড পাওয়ায় ব্র্যান্ডন হামিল এই ম্যাচে নেই। চোট সমস্যায় মনবীর সিংকে ঘিরেও বড় প্রশ্ন চিহ্ন! ফ্লোরেন্তিন পোগবাও চোটে জেরবার। এই অবস্থায় জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে জুয়ান ফেরান্দো আক্রমণের ঝড় তুলে দ্রুত গোল তুলে নিতে চাইছেন।
প্রতিপক্ষ জামশেদপুর এফসি (Jamshedpur FC) শেষ পাঁচ ম্যাচে হারলেও হালকাভাবে নিতে নারাজ সবুজ-মেরুন কোচ। তাঁর মতে, "জামশেদপুর দল হিসেবে শক্তিশালী। ভুলে যাবেন না, ওরা গতবছর লিগ শিল্ড জিতেছিল। মুম্বইয়ের সঙ্গে ড্র করে এসেছে। ওদের দলে বেশ কিছু ভালো ফুটবলার রয়েছেন। তবে চোট-আঘাত বারবার সমস্যায় ফেলেছে। তবে হ্যাঁ, কয়েকটি ম্যাচ হারায় পয়েন্ট টেবিলে যেখানে থাকা উচিত ছিল সেখানে নেই জামশেদপুর।"
জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে জুয়ান ফেরান্দো আক্রমণের ঝড় তুলে দ্রুত গোল তুলে নিতে চাইছেন আরও পড়ুন:48 দল নিয়ে পরবর্তী ফিফা বিশ্বকাপ, মঞ্চ মাতাবে আরও অনেক 'ছোট দেশ'
প্রতিপক্ষ কোণঠাসা হলেও জামশেদপুরের বিরুদ্ধে ছক বদলের ইঙ্গিত দিলেন বাগান কোচ জুয়ান ফেরান্দো। পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা করার কথা বলেছেন তিনি। একইসঙ্গে জানিয়েছেন কোনও পয়েন্টের লক্ষ্যমাত্রা স্থির করে ফুটবলারদের বাড়তি চাপে ফেলতে চাইছেন না মেরিনার্সের হেডস্যার। কোচের পাশে বসে ম্যাকহিউ জানাচ্ছেন, জনি কাউকোর অনুপস্থিতি বড় ধাক্কা। তবে তাঁরা সেই অভাবপূরণ করতে চান।