পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ISL 2022-23: দুই ম্যাচ পরে জয়ে ফিরল সবুজ-মেরুন, নায়ক পেত্রাতোস - দিমিত্রি পেত্রাতোস

এফসি গোয়াকে 2-1 গোলে হারিয়ে লিগ টেবিলের প্রথম তিনে জায়গা ধরে রাখল এটিকে মোহনবাগান (ATKMB Beat Fc Goa in Hero ISL 2022-23) ৷ শেষ দুই ম্যাচে জয় আসেনি সবুজ-মেরুনের ৷ তার মধ্য়ে চোট আঘাতের কবলেও রয়েছে একাধিক ফুটবলার। চাপে থেকেও এটিকে মোহনবাগান জয় ছিনিয়ে নিল এফসি গোয়ার কাছ থেকে ৷ মোহনবাগানের হয়ে যে দুটি গোল এসেছে তা দিমিত্রি পেত্রাতোস এবং হুগো বুমোসের পায়ে। অন্যদিকে গোয়ার হয়ে গোল করেছেন আনোয়ার আলি।

ISL 2022-23
দিমিত্রি পেত্রাতোস

By

Published : Dec 28, 2022, 11:07 PM IST

কলকাতা, 28 ডিসেম্বর: আটষট্টি মিনিটে তিনি নিজেই ম্যাচটা শেষ করে দিতে পারতেন! নিশ্চিত করতে পারতেন মধুর বদলার! কিন্তু সহজ সুযোগ নষ্টে অপেক্ষা করতে হল শেষ বাঁশি বাজা পর্যন্ত। ওড়িশার এফসির সঙ্গে ড্র, নর্থ-ইষ্ট ইউনাইটেডের বিরুদ্ধে পরাজয়ের পরে ফের জয়ের (ISL 2022-23) সরণিতে মেরিনার্সরা।

যুবভারতী ক্রীড়াঙ্গণে 2-1 গোলে জয় এটিকে মোহনবাগানকে (ATK Mohun Bagan) প্রথম তিনে সাময়িকভাবে তুলে নিয়ে আসল। গোল করে এবং করিয়ে ম্যাচের নায়ক দিমিত্রি পেত্রাতোস। একটি গোল অস্ট্রেলিয়ান বিশ্বকাপারের বাকিটা ফরাসি মিডফিল্ডার হুগো বুমোসের। এফসি গোয়ার (Fc Goa) একমাত্র গোল আনোয়ারের। আট মিনিটে শুভাশিস বসুর থ্রো থেকে দুরন্ত শট এবং গোল পেত্রাতোসের।

দলের সমস্যা যত বাড়ে এটিকে মোহনবাগানের খেলা তত সুন্দর ও সংঘবদ্ধ হয়। এফসি গোয়ার বিরুদ্ধে প্রায় উনিশ হাজার দর্শকের সামনে মরিয়া ফুটবলের উজ্বল উদাহরণ দেখালেন সবুজ-মেরুন ফুটবলাররা। প্রথম থেকে তাঁদের হাইপ্রেসিং ফুটবলের সামনে এফসি গোয়া রাশ তুলতে পারেনি। চোট থেকে পুরো সুস্থ না-হয়েও পেত্রাতোস মাঠে ছিলেন। গোল করলেন পাশাপাশি গোলের বলও সাজালেন। তাঁর উপস্থিতিই মেরিনার্সদের বদলে দিয়েছিল। 24 মিনিটে এদু বেদিয়ার ফ্রিকিক থেকে সমতায় ফেরে গোয়া।

আরও পড়ুন:মিজো ডিফেন্ডারের সঙ্গে বাড়ল চুক্তি, বড়দিনের আবহ লাল-হলুদ শিবিরে

এই সময় প্রতিপক্ষের প্রেসিং ফুটবলের ফাঁস আলগা করে খেলায় ফিরেছিল তাঁরা। এই সময় সবুজ-মেরুন রক্ষণকে নির্ভরতা জোগান ব্র্যান্ডন হামিল। কার্যত পুরো 90 মিনিট দলের রক্ষণকে সামলান তিনি । বিরতির পরে খেলার রাশ পায়ে নিলেও 53 মিনিটে আশিক কুরুনিয়ানের পা থেকে বল পেয়ে পেত্রাতোস তা ফাকায় সাজিয়ে দিলে গোল করতে ভুল করেননি হুগো বুমোস। গোল সংখ্যা বাড়ত যদি আশিক কুরুনিয়ান, লিস্টন কোলাসোরা সহজ সুযোগ নষ্ট না-করতেন। তাই বর্ষশেষ জয় দিয়ে। যা সাময়িক স্বস্তি এটিকে মোহনবাগানের। এই জয়ের ফলে আপাতত 12 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের (ISL Points Table) তৃতীয় স্থানে সবুজ-মেরুন শিবির।

ABOUT THE AUTHOR

...view details