কলকাতা, 12 এপ্রিল : যুবভারতীর সবুজ গালিচায় মেরুন ঝড় ৷ তিলোত্তমায় প্রথম ম্যাচে সিংহলী প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়ে এএফসি কাপে যাত্রা শুরু এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan thrash Blue Star FC in AFC cup at YBK) ৷ 24 হাজারের কিছু বেশি দর্শকের সামনে 5 গোলে জয় পেল জুয়ান ফেরান্দোর ছেলেরা (ATK Mohun Bagan beat Blue Star FC by 5-0) । জনি কাউকো, মনবীরের জোড়া গোলের পাশে স্কোরবোর্ডে নাম তুললেন ডেভিড উইলিয়ামস ৷ সবুজ-মেরুন জয়ের ব্যাপারে সন্দিহান তেমন না-থাকলেও জয় যে এতটা সহজ হবে তাও হয়ত ভাবেননি প্রীতম-প্রবীরদের স্প্যানিশ কোচ ৷ রয় কৃষ্ণা, সন্দেশ ঝিঙ্গানকে ছাড়াও এদিন জয় পেতে কোনও সমস্যাই হল না সবুজ-মেরুনের ৷
অন্যদিকে অধিনায়ক এবং সহ-অধিনায়ককে ছাড়া নামতে হলেও ব্লু-স্টার প্রতি-আক্রমণে প্রতিপক্ষকে চাপে ফেলার হুঁশিয়ারি দিয়েছিল ৷ কিন্তু কোথায় কী ? 90 মিনিটে বিক্ষিপ্ত কয়েকটি আক্রমণ ছাড়া দ্বীপরাষ্ট্রের ক্লাবটি নিজেদের অর্ধেই আটকে রইল। কুঁকড়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে সবুজ-মেরুন যে স্টিম রোলার চালাবে তা ধরে নেওয়াই গিয়েছিল ৷ সম্ভাবনায় সিলমোহর দিয়ে প্রথম মিনিট থেকে আক্রমণ শানানো শুরু করেন জনি কাউকো-হুগো বুমোস-কিয়ান নাসিরিরা। 25 মিনিটে হুগো বুমোসের পাস থেকে জনি কাউকো গোলের দরজা খোলেন। তিন মিনিট পরে দলের দ্বিতীয় গোল মনবীর সিং'য়ের।