পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ISL 2022-23: অতিরিক্ত সময়ে পেনাল্টিতে আইএসএলে জয়ের হ্যাটট্রিক সবুজ-মেরুনের - ATK Mohun Bagan beat Jamshedpur FC in ISL

হুগো বুমোসের স্পটকিকে জুয়ান ফেরান্দোর সংসারে আরও তিন পয়েন্ট (Hugo Boumous scored from penalty) ৷ 9 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তিনে উঠে এল বাগান (ATK Mohun Bagan beat Jamshedpur FC in ISL) ৷

ISL 2022-23
সংযুক্তি সময়ের পেনাল্টিতে আইএসএলে জয়ের হ্যাটট্রিক সবুজ-মেরুনের

By

Published : Dec 8, 2022, 10:46 PM IST

কলকাতা, 8 ডিসেম্বর: ঠিক যেন পড়ে পাওয়া চোদ্দ আনা ৷ সংযুক্তি সময়ে পাওয়া পেনাল্টি থেকে গোল করে আইএসএলে টানা তৃতীয় জয় ছিনিয়ে নিল এটিকে মোহনবাগান ৷ হুগো বুমোসের স্পটকিকে জুয়ান ফেরান্দোর সংসারে আরও তিন পয়েন্ট (Hugo Boumous scored from penalty) ৷ 9 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তিনে উঠে এল বাগান (ATK Mohun Bagan beat Jamshedpur FC in ISL) ৷

ঘরের মাঠে ইস্টবেঙ্গলের কাছে তিন গোল হজম করলেও এদিন যুবভারতীতে চোখে চোখ রেখে লড়ল ইস্পাতনগরীর দল ৷ কিন্তু শেষবেলায় খলনায়ক ডিফেন্ডার পিটার হার্টলে ৷ অনাবশ্যকভাবে কিয়ান নাসিরিকে বক্সের মধ্যে ফাউল করে দলের টানা ষষ্ঠ হার নিশ্চিত করেন তিনি। লাল কার্ডও দেখেন তিনি। উলটোদিকে লিগ শিল্ড জয়ের স্বপ্ন দেখা শুরু হয়ে গেল বাগানে ৷

চারটে হলুদ কার্ড দেখায় ছিলেন না ব্র্যান্ডন হামিল। ফ্লোরেন্তিন পোগবা ক্লাব ছাড়ার পথে ৷ অগত্যা রক্ষণে পরিবর্ত হিসেবে কার্ল ম্যাকহিউকে খেলালেন ফেরান্দো।‌ তবে বেঙ্গালুরু ম্যাচের ফরমেশন ধরে রেখেই এদিন দল সাজান তিনি। টানা তিন ম্যাচ জেতার লক্ষ্যে বাগান বনাম টানা পাঁচ ম্যাচ হেরে মাঠে নামা জামশেদপুরের প্রথমার্ধ এদিন ম্যাড়ম্যাড়ে। সুযোগ বলতে শুধুমাত্র লিস্টনের একটা শট। যা সরাসরি তালুবন্দি করেন জামশেদপুর দুর্গের শেষ প্রহরী বিশাল যাদব। একটা হাফচান্স এসেছিল প্রীতমের সামনেও, কিন্তু ফলপ্রসূ হয়নি।

আরও পড়ুন:শেষ পাঁচ ম্যাচে হার প্রতিপক্ষের, তবু ইস্পাতনগরীর বিরুদ্ধে সাবধানী ফেরান্দো

তবে নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয় এটিকে মোহনবাগান। ম্যাচের 44 মিনিট প্রীতমের শট বক্সের মধ্যে বিপক্ষ এক ফুটবলারের হাতে লাগে। কিন্তু সবুজ মেরুন ফুটবলারদের দাবি নাকচ করে দেন রেফারি রাহুল কুমার। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়লেও লড়াই জারি রেখেছিল জামশেদপুর। একাধিক গোলের সুযোগ পায় তারা, কিন্তু তেকাঠিতে রাখা যায়নি একটি বলও ৷ প্রথমার্ধে একটি ক্ষেত্র ছাড়া নিষ্প্রভ গতবছরের সুপার-সাব ঈশান পান্ডিতা। দ্বিতীয়ার্ধে এটিকে মোহনবাগানের চাপ বেশি থাকলেও খেলা খুব একটা উচ্চমানের হয়নি। শেষে পড়ে পাওয়া পেনাল্টি থেকে ইস্পাত নগরীর ডিফেন্স ভাঙে বাগান। পক্ষান্তরে টানা হাফডজন হারে জামশেদপুর আরও অন্ধকারে ৷

ABOUT THE AUTHOR

...view details