নয়াদিল্লি, 8 নভেম্বর: সাধারণ সচিব শাজি প্রভাকরণকে বহিষ্কার করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ৷ তাঁর বিরুদ্ধে 'বিশ্বাসভঙ্গে'র অভিযোগ আনা হয়েছে ভারতের ফুটবল ফেডারেশনের তরফে ৷ এআইএফএফের নতুন বোর্ড গঠনের 14 মাস পর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল প্রভাকরণকে ৷ এদিন সংস্থার সোশাল মিডিয়া অ্যাকাউন্টে এ বিষয়ে জানানো হয় ৷ তবে, ঠিক কী ধরনের বিশ্বাসভঙ্গের অভিযোগ প্রভাকরণের বিরুদ্ধে উঠেছে, তা খোলসা করা হয়নি এআইএফএফের তরফে ৷
বুধবার এআইএফএফ তাদের এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি দিয়ে জানায়, "সর্বভারতীয় ফুটবল ফেডারেশন জানাচ্ছে যে, ডক্টর শাজি প্রভাকরণকে বিশ্বাসভঙ্গের কারণে অবিলম্বে সরিয়ে দেওয়া হচ্ছে ৷ এই নির্দেশিকা 7 নভেম্বর, 2023 তারিখ থেকে কার্যকর হয়েছে ৷" সেখানে এও বলা হয়েছে, "এআইএফএফের সহকারি সচিব এম সত্যনারায়ণ এই মুহূর্ত থেকে ভারপ্রাপ্ত সাধারণ সচিবের দায়িত্ব সামলাবেন ৷’’ ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে মঙ্গলবারই সাধারণ সচিবকে বরখাস্ত করার নির্দেশিকা জারি করেছেন ৷ 2022 সালের 3 সেপ্টেম্বর তিনি এই দায়িত্বভার গ্রহণ করেছিলেন ৷
সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, শাহজি প্রভাকরণ এখনও পর্যন্ত এ নিয়ে তাঁর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া দেননি ৷ এআইএফএফ সহ-সভাপতি এনএ হ্যারিস পিটিআই-কে জানিয়েছেন, এইআইএফএফ এক্সিকিউটিভ কমিটির সদস্যরা প্রভাকরণের কাজ নিয়ে সন্তুষ্ট ছিলেন না ৷ যদিও, প্রভাকরণ সোমবার রাতে তাঁর সোশাল মিডিয়া সাইটে একটি রহস্যময় পোস্ট করেন ৷ সেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মধ্যে সবকিছু ঠিক নেই ৷