পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

AIFF Sacks Shaji Prabhakaran: 'বিশ্বাসভঙ্গে'র দায়ে বহিষ্কার এআইএফএফ সাধারণ সচিব শাজি প্রভাকরণ - অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন

AIFF Deputy Secretary M Satyanarayan will Take Charge as Acting Secretary General: গতবছর সেপ্টেম্বর মাসে নতুন বোর্ড গঠন হয়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ৷ আর তার বছর ঘুরতে না ঘুরতেই টালমাটাল এআইএফএফ-এর সংগঠন ৷ 'বিশ্বাস ভঙ্গে'র অভিযোগে বহিষ্কার করা হল সংস্থার সাধারণ সচিবকে ৷

Image Courtesy: Twitter/X
Image Courtesy: Twitter/X

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2023, 3:05 PM IST

নয়াদিল্লি, 8 নভেম্বর: সাধারণ সচিব শাজি প্রভাকরণকে বহিষ্কার করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ৷ তাঁর বিরুদ্ধে 'বিশ্বাসভঙ্গে'র অভিযোগ আনা হয়েছে ভারতের ফুটবল ফেডারেশনের তরফে ৷ এআইএফএফের নতুন বোর্ড গঠনের 14 মাস পর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল প্রভাকরণকে ৷ এদিন সংস্থার সোশাল মিডিয়া অ্যাকাউন্টে এ বিষয়ে জানানো হয় ৷ তবে, ঠিক কী ধরনের বিশ্বাসভঙ্গের অভিযোগ প্রভাকরণের বিরুদ্ধে উঠেছে, তা খোলসা করা হয়নি এআইএফএফের তরফে ৷

বুধবার এআইএফএফ তাদের এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি দিয়ে জানায়, "সর্বভারতীয় ফুটবল ফেডারেশন জানাচ্ছে যে, ডক্টর শাজি প্রভাকরণকে বিশ্বাসভঙ্গের কারণে অবিলম্বে সরিয়ে দেওয়া হচ্ছে ৷ এই নির্দেশিকা 7 নভেম্বর, 2023 তারিখ থেকে কার্যকর হয়েছে ৷" সেখানে এও বলা হয়েছে, "এআইএফএফের সহকারি সচিব এম সত্যনারায়ণ এই মুহূর্ত থেকে ভারপ্রাপ্ত সাধারণ সচিবের দায়িত্ব সামলাবেন ৷’’ ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে মঙ্গলবারই সাধারণ সচিবকে বরখাস্ত করার নির্দেশিকা জারি করেছেন ৷ 2022 সালের 3 সেপ্টেম্বর তিনি এই দায়িত্বভার গ্রহণ করেছিলেন ৷

সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, শাহজি প্রভাকরণ এখনও পর্যন্ত এ নিয়ে তাঁর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া দেননি ৷ এআইএফএফ সহ-সভাপতি এনএ হ্যারিস পিটিআই-কে জানিয়েছেন, এইআইএফএফ এক্সিকিউটিভ কমিটির সদস্যরা প্রভাকরণের কাজ নিয়ে সন্তুষ্ট ছিলেন না ৷ যদিও, প্রভাকরণ সোমবার রাতে তাঁর সোশাল মিডিয়া সাইটে একটি রহস্যময় পোস্ট করেন ৷ সেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মধ্যে সবকিছু ঠিক নেই ৷

আরও পড়ুন:পদ্মাপাড়ে নৌকাডুবি, এএফসি কাপে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে হার মোহনবাগানের

তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "আমাদের খেলার প্রতি সততা বজায় রাখতে হবে ৷ আর যখন আমরা ক্ষমতাশীল ও প্রভাবশালী পদে থাকি, তখন ব্যক্তিগত স্বার্থ পরিত্যাগ করে অনেক বেশি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করা আমাদের কর্তব্য হয়ে দাঁড়ায় ৷" তিনি এও লেখেন, "সিদ্ধান্ত নেওয়ার সময় কখনই ব্যক্তিগত স্বার্থ যেন আমাদের মস্তিষ্ককে প্রভাবিক না করে ৷ আমাদের লক্ষ্য হওয়া উচিত ফুটবলের উন্নতির মাধ্যে ভারতকে গর্বিত করা ৷ বড় মঞ্চে ভারতীয় ফুটবলের সাফল্য দেখার থেকে জীবনের বড় সন্তুষ্টি আর কিছু হতে পারে না ৷"

আরও পড়ুন:রূপকথার ইনিংসে হাফ-ডজন রেকর্ডের মালিক 'ম্যাড ম্যাক্স'

যদিও, সাধারণ সচিবকে সরানোর বিষয়ে এক্সিকিউটিভ কমিটির হস্তক্ষেপের প্রয়োজন নেই বলে জানিয়েছেন সহ-সভাপতি হ্যারিস ৷ সাধারণ সচিবের এই পদটি বেতনভুক ৷ এই পদে যিনিই বসেন, তাঁর অন্তর্ভুক্তিতে এক্সিকিউটিভ কমিটির কোনও হাত থাকে না ৷ ফেডারেশনের সভাপতি তাঁর ক্ষমতা ব্যবহার করে ওই পদে নিয়োগ করেন ৷ তাই একমাত্র তাঁরই ক্ষমতা রয়েছে সাধারণ সচিবকে বরখাস্ত করার ৷ আর সেই কারণেই, এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে নিজে শাজি প্রভাকরণকে বরখাস্তের নির্দেশিকা জারি করেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details