নয়াদিল্লি, 14 অগস্ট: ভারতীয় বংশোদ্ভূত এবং ভারতের বিদেশি নাগরিক, এমন খেলোয়াড়দের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ করে দিতে একটি টাস্ক ফোর্স গঠন করল অল ইন্ডিয়া ফুটবল ফেডেরেশন ৷ টাস্ক ফোর্সের কাজ হবে, এই ধরনের ফুটবলারদের তথ্য এবং তাঁদের রেকর্ড সংগ্রহ করা ৷ সেই সঙ্গে কীভাবে জাতীয় দলে খেলার সুযোগ তৈরি করে দেওয়া যায় ? সেই সম্ভাবনাগুলিকে তুলে ধরা ৷ উল্লেখ্য, ভারতীয় ফুটবল দলে খেলতে হলে, ভারতীয় নাগরিক হওয়া বাধ্যতামূলক ৷ সেই নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় যাওয়ার আগে, নিজেদের তথ্যের ভাণ্ডারকে যুক্তিযুক্ত করতে এই উদ্যোগ বলে জানিয়েছেন ফেডেরেশন সভাপতি কল্যাণ চৌবে ৷
বর্তমান পরিকাঠামো অনুযায়ী, যে কোনও স্তরে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক স্তরে খেলতে গেলে ভারতীয় নাগরিক হওয়া বাধ্যতামূলক ৷ সেই কারণে, ভারতীয় বংশোদ্ভূত কিংবা বর্তমানে বিদেশে বসবাস করছেন এবং সেখানকার ক্লাবের খেলছেন এমন ফুটবলাররা জাতীয় দলে সুযোগ পান না ৷ কিন্তু, তাঁদের ফুটবল দক্ষতা এবং রেকর্ড খুবই ভালো ৷ এমন ফুটবলাদের দেশের হয়ে খেলার সুযোগ তৈরি করে দিতে চাইছে এআইএফএফ ৷