কলকাতা, 7 সেপ্টেম্বর: প্রতিপক্ষের চেয়ে যে কোনও মূল্যে একটি গোল বেশি করার লক্ষ্য নিয়ে মাঠে নামার কথা জানালেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো ৷ বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপ ইন্টারজোনাল সেমি-ফাইনালে (Interzonal Semi Finals) মালয়েশিয়ার কুয়ালালামপুর এফসির বিরুদ্ধে খেলবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan vs Kuala Lumpur FC) ৷ আর তার আগে ফেরান্দো জানালেন, এশিয়া মহাদেশীয় টুর্নামেন্টে সাফল্যের হাতছানিতে উজ্জীবিত সবুজ-মেরুন ব্রিগেড ৷
মঙ্গলবার বিকেলে অনুশীলনে নামার আগে সবুজ-মেরুন কোচ বলেন, “আমার লক্ষ্য প্রতিপক্ষের চেয়ে একটি গোল বেশি করা ৷ প্রথমে একটি গোল করা ৷ তার পর গোলের সংখ্যা বাড়ানো ৷ ক্লাব এবং ফুটবলারদেরও সেটাই মানসিকতা ৷ ঝুঁকি না নিলে জয় পাওয়া যায় না । তাই ঝুঁকি না নিলে ভুল করা হবে ৷ আক্রমণাত্মক ফুটবল খেলে গোলের সুযোগ তৈরি করাই লক্ষ্য ৷ একই সঙ্গে গোল হজম না করা মাথায় রাখতে হবে ৷ আমার একমাত্র লক্ষ্য গোল হজম না করে গোল করা ৷’’
এই টুর্নামেন্টের প্রাথমিক পর্বে প্রতিপক্ষের উপর রোড রোলার চালিয়েছিল এটিকে মোহনবাগান ৷ তবে, চলতি মরসুমে এটিকে মোহনবাগানের অন্যতম সমস্যা গোল করার সঠিক লোকের অভাব ৷ পাশাপাশি, ডুরাণ্ড কাপে প্রথমে গোল করলেও, সেই ব্যবধান ধরে রাখতে পারেনি এটিকে এমবি ৷ মূলত, আক্রমণ এবং রক্ষণ দু’টোকে সমানভাবে বজায় রাখতে ব্যর্থ হয়েছে এটিকে মোহনবাাগান ৷