কোঝিকোড়, 1 নভেম্বর: হাতে বাকি আর সপ্তাহতিনেকেরও কম সময় ৷ বিশ্ববরেণ্য নায়কদের পায়ের জাদু, ড্রিবলে মুগ্ধ হবেন সকারপ্রেমীরা ৷ এখনও পর্যন্ত গ্রেটেস্ট শো অন আর্থে (Football WC) অংশগ্রহণের সুযোগ না-পেলেও বিশ্বকাপের সময় ফুটবল জ্বরে কাবু হতে জুড়ি মেলা ভার ভারতবর্ষেরও ৷ সাম্প্রতিক সময়ে জার্মানি, স্পেনের কিংবা পর্তুগালের মতো ইউরোপের শক্তিধর দেশগুলি অনুরাগী সংখ্যা বৃদ্ধি পেলেও উপমহাদেশীয় রাষ্ট্রগুলোতে মূলত ব্রাজিল-আর্জেন্তিনার সমর্থক সংখ্যাই সিংহভাগ ৷ ব্রাজিল এবার ক্ষুরধার আক্রমণভাগ নিয়ে গত কয়েকবছরের তুলনায় অনেকটাই বেশি শক্তিধর ৷ তবে লিওনেল মেসির (Lionel Messi) শেষ বিশ্বকাপের কারণে প্রত্যাশী 'আলবিসেলেস্তে' ফ্যানেরা ৷ তার এর চরম নিদর্শনের সাক্ষী থাকল কেরলের কোঝিকোড় ৷ সেখানে একটি জলাশয়ে বাঁ-পায়ের জাদুকরের দৈত্যাকার কাট-আউট বসালেন মেসি-ভক্তরা (30-foot Messi cutout in Kerala) ৷
কেরলে ফুটবল নিয়ে উন্মাদনা খুব ভালো করে বোঝা যায় কেরল ব্লাস্টার্সের ফ্যান বেসের দিকে তাকালেই ৷ দক্ষিণের রাজ্যটির উত্তর অংশে সেই উন্মাদনা সবচেয়ে বেশি ৷ কেরলের দক্ষিণে অবস্থিত কোঝিকোড় জেলার চেরুফুজা এখন ট্রেন্ডিং সোশাল মিডিয়ায় ৷ কারণ, জলাশয়ের মাঝে মেসির 30 ফুটের কাট-আউটের ছবি এখন এতোটাই ভাইরাল যে সেটি পৌঁছে গিয়েছে আর্জেন্তিনা জাতীয় দলের কাছেও ৷ মঙ্গলবার ফেসবুক পেজে তা শেয়ারও করল 'আলবিসেলেস্তে' (Messi cutout in Kerala shared by Argentine team on their FB) ৷