হরিদ্বার, 5 অগস্ট : হার-জিত খেলার অঙ্গ ৷ টোকিয়ো অলিম্পিকসে যাওয়া ভারতীয় খেলোয়াড়দের মধ্যে কেউ সফল হয়েছেন, কেউ বা খালি হাতে ফিরে এসেছেন ৷ তা বলে হারের কারণ দেখিয়ে খেলোয়াড়ের পরিবারকে হেনস্থা করা হবে ! এমনই ঘটনা ঘটেছে হরিদ্বারে ৷ জাতপাত তুলে মহিলা হকি দলের সদস্য বন্দনা কাটারিয়ার পরিবারকে হেনস্থা করা হয়েছে ৷ এমনই গুরুতর অভিযোগ বন্দনার পরিবারের ৷
টোকিয়ো অলিম্পিকসের মঞ্চে ইতিহাস গড়েছেন ৷ অলিম্পিকসে হ্যাটট্রিক করা প্রথম মহিলা হকি খেলোয়াড় ভারতের বন্দনা কাটারিয়া ৷ তাঁর হ্যাটট্রিকে টুর্নামেন্টে এগোনোর পথ প্রশস্ত হয়েছিল ভারতের ৷ সেই বন্দনার পরিবারকে জাতপাতের বৈষম্য ও হেনস্থার শিকার হতে হল ৷ গত বুধবার টোকিয়ো অলিম্পিকসের সেমিফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে হেরে গিয়েছে দেশের মহিলা হকি দল ৷ অভিযোগ, ম্যাচের পর হরিদ্বারের রোশনাবাদে বন্দনার গ্রামের বাড়িতে লোকজন জড়ো হয়ে পটকা ফাটাতে থাকে ৷ এরপর জাতপাত তুলে কটাক্ষ করে বলা হয়, "কয়েকজন দলিত খেলোয়াড়ের কারণে ভারত হেরে গিয়েছে ৷"