পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Women's Hockey : লজ্জা ! জাতের দোহাই দিয়ে বন্দনা কাটারিয়ার পরিবারকে হেনস্থা

টোকিয়ো অলিম্পিকসের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে সোনার দৌড় থেকে ছিটকে গিয়েছে ভারতীয় মহিলা হকি দল ৷ তারপরই দলের সদস্য বন্দনা কাটারিয়ার পরিবারকে হেনস্থা করে স্থানীয় লোকজন ৷

vandana
vandana

By

Published : Aug 5, 2021, 2:11 PM IST

হরিদ্বার, 5 অগস্ট : হার-জিত খেলার অঙ্গ ৷ টোকিয়ো অলিম্পিকসে যাওয়া ভারতীয় খেলোয়াড়দের মধ্যে কেউ সফল হয়েছেন, কেউ বা খালি হাতে ফিরে এসেছেন ৷ তা বলে হারের কারণ দেখিয়ে খেলোয়াড়ের পরিবারকে হেনস্থা করা হবে ! এমনই ঘটনা ঘটেছে হরিদ্বারে ৷ জাতপাত তুলে মহিলা হকি দলের সদস্য বন্দনা কাটারিয়ার পরিবারকে হেনস্থা করা হয়েছে ৷ এমনই গুরুতর অভিযোগ বন্দনার পরিবারের ৷

টোকিয়ো অলিম্পিকসের মঞ্চে ইতিহাস গড়েছেন ৷ অলিম্পিকসে হ্যাটট্রিক করা প্রথম মহিলা হকি খেলোয়াড় ভারতের বন্দনা কাটারিয়া ৷ তাঁর হ্যাটট্রিকে টুর্নামেন্টে এগোনোর পথ প্রশস্ত হয়েছিল ভারতের ৷ সেই বন্দনার পরিবারকে জাতপাতের বৈষম্য ও হেনস্থার শিকার হতে হল ৷ গত বুধবার টোকিয়ো অলিম্পিকসের সেমিফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে হেরে গিয়েছে দেশের মহিলা হকি দল ৷ অভিযোগ, ম্যাচের পর হরিদ্বারের রোশনাবাদে বন্দনার গ্রামের বাড়িতে লোকজন জড়ো হয়ে পটকা ফাটাতে থাকে ৷ এরপর জাতপাত তুলে কটাক্ষ করে বলা হয়, "কয়েকজন দলিত খেলোয়াড়ের কারণে ভারত হেরে গিয়েছে ৷"

আরও পড়ুন : Tokyo Olympics : চার দশকের অপেক্ষার অবসান, জার্মানিকে হারিয়ে হকিতে ব্রোঞ্জ জয় ভারতের

এই ঘটনায় ভীষণ আঘাত পেয়েছেন বন্দনার পরিবারের লোকজন ৷ পরিবারের কেউ বাড়ির বাইরে বেরোলেই কটাক্ষ ছুড়ে দেওয়া হয় ৷ পরে স্থানীয় থানায় গিয়ে বিষয়টি জানায় বন্দনার পরিবার ৷ অভিযোগ পেয়ে পুলিশ দুজন অভিযুক্তের মধ্যে একজনকে আটক করেছে ৷ এই বিষয়ে বন্দনার ভাই শেখর কাটারিয়া বলেছেন, "ভারতের হারে আমরা সবাই দুঃখিত ৷ তবে হারলেও দল রীতিমতো লড়াই করায় আমরা গর্বিত ৷ ম্যাচের পর দেখি শুনতে পাই বাড়ির বাইরে কেউ পটকা ফাটাচ্ছে ৷ বাইরে বেরিয়ে দেখি কয়েকজন উঁচু জাতের দুজন ছেলে বাড়ির বাইরে নাচ করছে ৷" তাদের বক্তব্য, শুধু হকি নয়, সবরকম খেলা থেকে দলিতদের দূরে থাকা উচিত !

সেমিফাইনাল হারলেও ভারতের পদক জয়ের সম্ভাবনা রয়েছে ৷ আগামীকাল গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে নামবে দেশের মেয়েরা ৷ ব্রিটিশদের হারিয়ে সমালোচকদের যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি বন্দনারা ৷

ABOUT THE AUTHOR

...view details