দিল্লি, 11 জুলাই: অলিম্পিকের আগে পরপর হকি প্রো লিগের ম্যাচ খেলতে হবে ভারতকে ৷ যা টোকিয়ো অলিম্পিকের প্রস্তুতিতে সাহায্য করবে বলেই আশা করছেন অধিনায়ক মনপ্রীত সিং ৷ আগামী বছরের এপ্রিলে আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচ দিয়ে প্রো লিগ অভিযান শুরু করবে ভারত ৷
অলিম্পিকের প্রস্তুতিতে সাহায্য করবে প্রো লিগের ম্যাচ: মনপ্রীত - hockey
আগামী বছরের এপ্রিলে প্রো লিগ অভিযান শুরু করবে ভারতীয় হকি দল ৷
কোরোনার কারণে স্থগিত হয়ে যাওয়া হকি প্রো লিগের সূচি পুনরায় ঘোষণা করেছে আন্তর্জাতিক হকি ফেডারেশন ৷ যা সূচি তাতে অলিম্পিক শুরু হওয়ার কয়েকমাস আগে পরপর প্রো লিগের ম্যাচ খেলবে ভারত ৷ 10 ও 11 এপ্রিল ভারতের প্রতিপক্ষ আর্জেন্টিনা ৷ এরপর 8 ও 9 মে অ্যাওয়ে ম্যাচে ব্রিটেনের মুখোমুখি হবেন মনপ্রীতরা ৷ 12 ও 13 মে ভারতের প্রতিপক্ষ স্পেন ৷ এরপর ঘরের মাঠে 18 ও 19 মে জার্মানির মুখোমুখি হবে ভারতীয় হকি দল ৷ 29 ও 30 মে তাদের প্রতিপক্ষ নিউজ়িল্যান্ড ৷
এই বিষয়ে হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং বলেছেন, "অলিম্পিকের আগে প্রো লিগের এমন ঠাসা সূচি প্রস্তুতিতে সাহায্য করবে ৷ চাপের মধ্যে আমাদের শরীর ও মস্তিস্ক কতটা মানিয়ে নিতে পারছে তা এই ম্যাচগুলি থেকেই বোঝা যাবে ৷ অলিম্পিকের আগে আমাদের কাছে এটা পরীক্ষার মতো ৷"