পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সাফল্য পেতে দলের খোলনলচে বদলের ডাক সনি নর্ডির - club

নতুন মরশুমে মোহনবাগানকে ঢেলে সাজাতে ফুটবলারদের পরিবর্তন জরুরি। ETV ভারতকে দেওয়া সাক্ষাৎকারে এমনই অনেক কথা জানালেন সনি নর্ডি।

ফাইল ফোটো

By

Published : Apr 3, 2019, 1:38 AM IST

Updated : Apr 3, 2019, 4:19 AM IST

কলকাতা, 3 এপ্রিল : কলকাতায় খেললে তিনি মোহনবাগান ছাড়া অন্য কোনও ক্লাবে খেলবেন না। ফের জানিয়ে দিলেন সনি নর্ডি। অনুশীলন শেষে ETV ভারতকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বললেন সনি। নতুন মরশুমে মোহনবাগানের দল গঠন নিয়ে জল্পনা চলছে। একই সঙ্গে সদ্য শেষ হওয়া মরশুমে মোহনবাগানের ব্যর্থতা নিয়েও সমালোচনা চলছে। সনি নর্ডি অবশ্য বলেছেন, "ব্যর্থতার জন্য কোনও ব্যক্তি বিশেষকে কাঠগড়ায় তোলা উচিত হবে না। দারুন শুরু করেও পুরো দলটা সামগ্রিকভাবে ছন্দ হারিয়েছিল।"

আইলিগের প্রথমেই গোকুলামের বিরুদ্ধে পয়েন্ট হারানোর ধাক্কায় দল নড়ে গিয়েছিল বলে স্বীকার করেছেন মোহনবাগান অধিনায়ক। পরবর্তী সময়ে কোচ বদলের ধাক্কাও যে দলের আভ্যন্তরীণ পরিবেশে সমস্যা সৃষ্টি করেছিল সেটাও মানছেন। ডার্বিতে মোহনবাগান ব্যর্থ। সনি নর্ডি বলেন, "প্রথম ডার্বিতে চোট থাকায় খেলতে নামিনি। চোট নিয়ে খেললে সমস্যা বাড়ত। তাছাড়া সনি ফুরিয়ে গিয়েছে বলে মনে করা হত।" দ্বিতীয় ডার্বিতে পুরো দলটাই ইস্টবেঙ্গলের সামনে দাঁড়াতে পারেনি বলে মেনে নেন তিনি।

ETV ভারতের মুখোমুখি সনি নর্ডি

সনি নর্ডির চোখে গতবারের আই লিগে সেরা স্ট্রাইকার পেড্রো মানজ়ি। ডিফেন্ডার হিসেবে চার্চিলের ডিফেন্ডারকে ভালো লেগেছে। ভারতীয় ফুটবলে স্প্যানিশ ফুটবলারদের আগমনকে স্বাগত জানিয়েছেন। একইভাবে দেশজুড়ে প্যান ইন্ডিয়া লিগের সমর্থন রয়েছে সনি নর্ডির।

শোনা যাচ্ছে নতুন মরশুমে ATK-এর প্রস্তাব রয়েছে। ইস্টবেঙ্গল গত মরশুমে প্রস্তাব দিলেও তাঁকে নিতে পারেনি। এবারও একই অবস্থানে রয়েছেন মোহনবাগান অধিনায়ক। হাইতিয়ান স্ট্রাইকার বলেন, "কলকাতায় খেললে মোহনবাগানে খেলব। তবে বেশ কয়েকটি ক্লাবের প্রস্তাব রয়েছে আমার কাছে।" তবে নতুন মরশুমে মোহনবাগানকে ঢেলে সাজাতে দেশি বিদেশি ফুটবলারদের পরিবর্তন জরুরি তা মনে করিয়ে দিয়েছেন সনি নর্ডি।

Last Updated : Apr 3, 2019, 4:19 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details