প্র্যাকটিসে কানে চোট পেলেন সনি নর্ডি - football
প্র্যাকটিসে চোট পেলেন সনি নর্ডি। মরশুম শেষের প্র্যাকটিস চলছে মোহনবাগানে। ঘণ্টাখানেক হালকা অনুশীলনের পরে ফুটবলারদের ছুটি দেন কোচ খালিদ জামিল।
কলকাতা, 1 এপ্রিল : প্র্যাকটিসে চোট পেলেন সনি নর্ডি। মরশুম শেষের প্র্যাকটিস চলছে মোহনবাগানে। ঘণ্টাখানেক হালকা অনুশীলনের পরে ফুটবলারদের ছুটি দেন কোচ খালিদ জামিল। এদিকে প্র্যাকট্রিসের সময় আজ হঠাৎই বিক্রমজিৎ সিংয়ের নেওয়া শট দাঁড়িয়ে থাকা সনি নর্ডির বাঁ কানের তলায় এসে লাগে।
বলের আঘাতে ছিটকে পড়েন হাইতিয়ান ফুটবলার। মাটিতে বেশ কিছুক্ষণ পড়ে থাকতে দেখে কোচ ফুটবলাররা ছুটে আসেন। বরফ ঘসতে দেখা যায় সনিকে। প্রাথমিকভাবে তিনি কিছুই বুঝতে পারছিলেন না। চোখে মুখে অন্ধকার দেখছিলেন। আপাতত সুস্থ। প্র্যাকটিস থেকে বাড়ি ফিরে যান।