পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

"দল খারাপ খেলছে না", বলছেন ইস্টবেঙ্গল কোচ - তৃতীয় ম্যাচ

ইস্টবেঙ্গল কোচ রবি ফাওলার বলছেন, তাঁর দল খারাপ খেলছে না । কিন্তু প্রত্যাশিত ভালো শুরুটা হচ্ছে না । উদাহরণ হিসেবে তিনি মুম্বই সিটি এফসি ম্যাচের কথা বলেছেন । যেখানে গোল পেয়ে গেলে ছবিটা অন্যরকম হত বলে মনে করেন তিনি । সেই কারণেই সুযোগ কাজে লাগানোর ব্যাপারে আরও মনোসংযোগের কথা ফুটবলারদের বলেছেন ব্রিটিশ কোচ ।

sc_east_bengal_vs_north_east_united_preview
‘দল খারাপ খেলছে না’, বলছেন ইস্টবেঙ্গল কোচ রবি ফাওলার

By

Published : Dec 4, 2020, 8:08 PM IST

কলকাতা, 4 ডিসেম্বর : চোট আঘাত এবং ছন্দহীন ফুটবলের প্রতিকূলতা সরিয়ে পয়েন্টের খোঁজে এসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাওলার । শনিবার তৃতীয় ম্যাচে এসসি ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে নর্থইস্ট ইউনাইটেডের । পরপর দুই ম্যাচে পরাজয় । প্রস্তুতিতে কম সময় পরাজয়ে একটা কারণ, বলেই মনে করা হচ্ছে । এই অবস্থায় দল গোছানোই এখন কঠিন চ্যালেঞ্জ ফাওলারের কাছে ।

ইস্টবেঙ্গল কোচ রবি ফাওলার বলছেন, তাঁর দল খারাপ খেলছে না । কিন্তু প্রত্যাশিত ভালো শুরুটা হচ্ছে না । উদাহরণ হিসেবে তিনি মুম্বই সিটি এফসি ম্যাচের কথা বলেছেন । যেখানে গোল পেয়ে গেলে ছবিটা অন্যরকম হত বলে মনে করেন তিনি । সেই কারণেই সুযোগ কাজে লাগানোর ব্যাপারে আরও মনোসংযোগের কথা ফুটবলারদের বলেছেন ব্রিটিশ কোচ । চোটের জন্য দলের অধিনায়ক ড্যানিয়েল ফক্সকে পাবে না লাল-হলুদ শিবির । দলের নির্ভরযোগ্য ফুটবলারের অনুপস্থিতি বড় ধাক্কা মানছেন ফাওলার । তবে নিজের দলের ভারসাম্য সম্পর্কে অবহিত । তাই অভাব ঢাকতে ফুটবলারদের বাড়তি দায়িত্ব নেওয়ার কথা বলছেন রবি ফাওলার । প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড সম্পর্কে সচেতনতা লাল হলুদ হেডস্যারের গলায় । এই মুহূর্তে দলটি পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে । তিনি বলেন, ‘‘প্রতিপক্ষ দলের কোচ বয়সে তরুণ । দলের আক্রমণভাগ এবং রক্ষণ যথেষ্ট শক্তিশালী । তাই আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে ৷’’ প্রতিপক্ষ সম্পর্কে এটাই ফাওলারের বিশ্লেষণ।

আরো পড়ুন :মুম্বই সিটির বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণ ইস্টবেঙ্গলের

ডার্বি এবং মুম্বই সিটির বিরুদ্ধে ম্যাচ হেরে ব্যাকফুটে থাকলেও লিভারপুলের কিংবদন্তি মনে করেন রেফারিংয়ের মান উন্নত হওয়া দরকার। কারণ ইস্টবেঙ্গল দুটো ম্যাচে ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে । যা লাল হলুদের অনুকূলে আসলে ছবিটা হয়ত বদলে যেতে পারত । মুম্বইয়ের বিরুদ্ধে পরাজয়ের পরে ভারতীয় ফুটবলারদের ফুটবল শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রিটিশ কোচ । যা নিয়ে সমালোচনা চলছে । ফাওলার জানিয়েছেন, তাঁর বক্তব্যের সঠিক বিশ্লেষণ করা হয়নি । তিনি ফুটবলারদের ফুটবলবোধের উন্নতির কথা বলেছিলেন । কাউকে অসম্মান করতে কোনও মন্তব্য করেননি । দলে ভালো ফুটবলারের উপস্থিতি নিয়ে তিনি অবহিত। তাই শনিবার হারের হ্যাটট্রিক না প্রতিকূলতা সরিয়ে পয়েন্ট ঘরে তুলব ইস্টবেঙ্গল? উত্তর সময়ই দেবে ।

ABOUT THE AUTHOR

...view details