কলকাতা, 4 ডিসেম্বর : চোট আঘাত এবং ছন্দহীন ফুটবলের প্রতিকূলতা সরিয়ে পয়েন্টের খোঁজে এসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাওলার । শনিবার তৃতীয় ম্যাচে এসসি ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে নর্থইস্ট ইউনাইটেডের । পরপর দুই ম্যাচে পরাজয় । প্রস্তুতিতে কম সময় পরাজয়ে একটা কারণ, বলেই মনে করা হচ্ছে । এই অবস্থায় দল গোছানোই এখন কঠিন চ্যালেঞ্জ ফাওলারের কাছে ।
ইস্টবেঙ্গল কোচ রবি ফাওলার বলছেন, তাঁর দল খারাপ খেলছে না । কিন্তু প্রত্যাশিত ভালো শুরুটা হচ্ছে না । উদাহরণ হিসেবে তিনি মুম্বই সিটি এফসি ম্যাচের কথা বলেছেন । যেখানে গোল পেয়ে গেলে ছবিটা অন্যরকম হত বলে মনে করেন তিনি । সেই কারণেই সুযোগ কাজে লাগানোর ব্যাপারে আরও মনোসংযোগের কথা ফুটবলারদের বলেছেন ব্রিটিশ কোচ । চোটের জন্য দলের অধিনায়ক ড্যানিয়েল ফক্সকে পাবে না লাল-হলুদ শিবির । দলের নির্ভরযোগ্য ফুটবলারের অনুপস্থিতি বড় ধাক্কা মানছেন ফাওলার । তবে নিজের দলের ভারসাম্য সম্পর্কে অবহিত । তাই অভাব ঢাকতে ফুটবলারদের বাড়তি দায়িত্ব নেওয়ার কথা বলছেন রবি ফাওলার । প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড সম্পর্কে সচেতনতা লাল হলুদ হেডস্যারের গলায় । এই মুহূর্তে দলটি পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে । তিনি বলেন, ‘‘প্রতিপক্ষ দলের কোচ বয়সে তরুণ । দলের আক্রমণভাগ এবং রক্ষণ যথেষ্ট শক্তিশালী । তাই আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে ৷’’ প্রতিপক্ষ সম্পর্কে এটাই ফাওলারের বিশ্লেষণ।