পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ব্রাইটের সুরক্ষা প্রয়োজন, বলছেন ইস্টবেঙ্গলের সহকারী কোচ - লাল হলুদ

দ্বিতীয় পর্বে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে এফসি গোয়ার সমস্যা তাদের বিদেশিহীন ডিফেন্স। বিষয়টি যে ফাওলারের নোটবুকে উঠে পড়েছে তা অ্যান্টনি গ্রান্টের কথায় স্পষ্ট। "অবশ্যই এটা আমাদের কাছে সুযোগ। এক সময় ড্যানি ফক্সের না থাকা আমাদের সমস্যা তৈরি করেছিল। দু’জন ভাল ফুটবলারের না থাকা, যে কোনও দলের কাছে বড় ধাক্কা। তাই আমাদের কাছে এটা সুযোগ,সেটা বলা যেতেই পারে," মন্তব্য গ্র্যান্টের।

sc east bengal_fc_goa_preview
ব্রাইটের সুরক্ষা প্রয়োজন, বলছেন ইস্টবেঙ্গলের সহকারী কোচ অ্যান্টনি গ্র্যান্ট

By

Published : Jan 28, 2021, 6:13 PM IST

কলকাতা, 28 জানুয়ারি : পিলকিংটন এবং ব্রাইট এনোবাখারেকে একসঙ্গে খেলানো হবে কি ? সাংবাদিক বৈঠকে এসে এই প্রশ্নে কোনও উত্তরই দিলেন না এসসি ইস্টবেঙ্গলের সহকারী কোচ অ্যান্টনি গ্রান্ট ৷ তবে এফসি গোয়ার বিরুদ্ধে প্রথম একাদশে যারাই থাকুন না কেন, জয়ই পাখির চোখ তা সকলেই বলছেন। মুম্বই সিটি এফসির পরে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে আসলেন না লাল হলুদ কোচ রবি ফাওলার । বৃহস্পতিবার ফের রেনেডি সিংয়ের বদলে ডেপুটি অ্যান্টনি গ্রান্টকে সাংবাদিকদের সামনে পাঠিয়েছিলেন তিনি ।

দুই দলের প্রথম পর্বের ম্যাচে ব্রাইট এনোবাখারের অসাধারণ গোল এখনও লাল হলুদ জনতার সুখস্মৃতি । পাঁচ ফুটবলারকে কাটিয়ে নাইজেরিয়ান ফুটবলারের গোল আইএসএলের বিজ্ঞাপনও বটে । ফলে তাঁর কাছে লাল হলুদ জনতার প্রত্যাশা রয়েছে । যা বাস্তবায়িত হয় কি না, তা বলতে পারে সময়‌। "ব্রাইটকে শুরু থেকে খেলানো হবে কি না, তা নিয়ে চিন্তা করা হচ্ছে। অভিজ্ঞতায় দেখতে পাচ্ছি ব্রাইট প্রতিপক্ষের টার্গেট হয়ে যাচ্ছে । প্রচুর ফাউল করা হচ্ছে । ওকে বাঁচিয়ে রাখার বিষয়টি মাথায় রাখতে হচ্ছে," বলেছেন অ্যান্টনি গ্রান্ট ৷


দ্বিতীয় পর্বে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে এফসি গোয়ার সমস্যা তাদের বিদেশিহীন ডিফেন্স। বিষয়টি যে ফাওলারের নোটবুকে উঠে পড়েছে তা অ্যান্টনি গ্রান্টের কথায় স্পষ্ট। "অবশ্যই এটা আমাদের কাছে সুযোগ। একসময় ড্যানি ফক্সের না থাকা আমাদের সমস্যা তৈরি করেছিল। দু’জন ভাল ফুটবলারের না থাকা, যে কোনও দলের কাছে বড় ধাক্কা। তাই আমাদের কাছে এটা সুযোগ,সেটা বলা যেতেই পারে," মন্তব্য গ্র্যান্টের।

আরও পড়ুন : নর্থ ইস্টের বিরুদ্ধে ফিরতি ম্যাচে হার সবুজ মেরুনের
প্লে অফে যাওয়ার সম্ভাবনা ইস্টবেঙ্গলের রয়েছে কি না, তা নিয়ে পারমুটেশন অব্যাহত । পয়েন্টের অঙ্ক কষা চলছে লাল হলুদের অন্দরমহলে। তারই ভিত্তিতে ফাওলারের ডেপুটি বলছেন, "প্রতিটি ম্যাচেই আমরা জেতার জন্য মাঠে নামি। তিনটি ম্যাচে আমরা দশজনে খেলেছি। প্রতিটি ফুটবলারকে বুঝতে প্রথম দশটি ম্যাচ লেগেছে। বেশ কয়েকটি ম্যাচে আমরা পেনাল্টি পাওয়া থেকে বঞ্চিত হয়েছি। যা অনেক সময় জয় কিংবা ড্রয়ের ভাগ্য গড়ে দিয়েছে। সব মিলিয়ে আমরা ছিটকে যাইনি বলতে পারি।"


রাজু গাইকোয়াড়ের চোটের অবস্থা নিয়ে কোনও আপডেট দেননি ফাওলারের ডেপুটি। একইভাবে প্রতিপক্ষ দলের সেরা ফুটবলার ঈগরকে নিয়েও কোনও বিশেষ নীল নকশার কথাও বলেননি অ্যান্টনি গ্রান্ট। ধীরে ধীরে পয়েন্ট টেবিলের ছবি পরিষ্কার হচ্ছে। একইভাবে নিচের দলগুলোর পয়েন্টের ব্যবধানে এক চুলের তফাৎ। যা মুছে ফেলা সম্ভব। তাই এফসি গোয়া ম্যাচ থেকেই মিশন প্লে অফ শুরু করার ডাক এসসি ইস্টবেঙ্গলের ।

ABOUT THE AUTHOR

...view details