পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

পরের মরসুমের দলগঠনে ব্যস্ত ফাওলার, বিচে ফুটবলাররা

ওড়িশার বিরুদ্ধে ছয় গোল হজমের কারণ হিসেবে বিরতির পরে ফুটবলারদের মনসংযোগের অভাবকে দায়ী করেছেন ফাওলার ।

By

Published : Feb 28, 2021, 10:00 PM IST

fowler
fowler

পানাজি, 28 ফেব্রুয়ারি : চলতি আইএসএলে ভালো কিছু করার মতো মশলা তাঁর দলে ছিল না ৷ এভাবেই সদ্য শেষ হওয়া মরসুমের বিশ্লেষণ করলেন কোচ রবি ফাওলার । এই মরসুমে আশা শেষ ৷ পরের মরসুমের জন্য এখন থেকেই দল গড়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন তিনি ৷

লিভারপুলের প্রাক্তনীর হাতে প্রশিক্ষণের দায়িত্ব দিয়ে তাড়াহুড়ো করে আইএসএলে অংশগ্রহণ করেছিল এসসি ইস্টবেঙ্গল । প্রস্তুতির সময় কম থাকায় তার প্রভাব পড়েছিল প্রথম পর্বে । তারপর গুছিয়ে নেওয়া কিছুটা সম্ভব হলেও মনসংযোগের অভাব ফের দলের এগোনোর পথে অন্তরায় হয়ে দাঁড়ায় । পাঁচ ম্যাচ আগে ব্রাইট, পিলকিংটনদের প্লে অফের দাবিদার ভাবা হয়েছিল । অথচ তারাই ওড়িশা এফসির মত পয়েন্ট টেবিলের বিরুদ্ধে 5-6 ব্যবধানে পরাজিত হয়ে মরসুম শেষ করল । স্বাভাবিকভাবেই নতুন মরসুমের দল গঠন নিয়ে নানা মুনি নানা মত দিতে শুরু করেছেন । বর্তমান দলের অধিকাংশের যে নতুন মরসুমে জায়গা হবে না তার ইঙ্গিত স্পষ্ট । ওড়িশা ম্যাচের পর কোচ ফাওলারের সঙ্গে আলোচনায় বসেছেন ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট এর সদস্যরা ।

আরও পড়ুন : লজ্জার হাফ ডজনে মরশুম শেষ লাল হলুদের

এই বিষয়ে ফাওলার জানিয়েছেন, "নতুন মরসুমের দল গঠনের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে । আমরা দ্রুত তার বাস্তবায়নের চেষ্টা করব । আমি আসার পর থেকেই সেই কাজটি করার চেষ্টা করেছি । এবং নতুন মরসুমে ভালো দল গড়াই লক্ষ্য ৷" একই সঙ্গে তিনি যোগ করেছেন, "সঠিক ফুটবলার দলে নেওয়া, সঠিক সময়ে অনুশীলন শুরুর মধ্যে যেভাবে আমি খেলতে চাই তা করতে পারলে ভালো কিছু সম্ভব । এই মরসুমে আমাদের হাতে তৈরি হওয়ার পর্যাপ্ত সময় ছিল না ।" ইতিমধ্যে বেশ কয়েকজন ভালো মানের বিদেশি ফুটবলারের নাম প্রস্তাব করেছেন তিনি ৷ প্রাথমিকভাবে কথাও বলেছেন । এখন দেখার বিনিয়োগ সংস্থা এবং প্রাক্তন ক্লাব কর্তাদের প্রশাসনিক জটিলতা সরিয়ে ইস্টবেঙ্গলে স্থিতি ফেরে কি না ।

ওড়িশার বিরুদ্ধে ছয় গোল হজমের কারণ হিসেবে বিরতির পরে ফুটবলারদের মনসংযোগের অভাবকে দায়ী করেছেন ফাওলার । আইএসএল থেকে বিদায় নেওয়ার পর বায়ো বাবলের ঘেরাটোপ থেকে বেরিয়ে লাল হলুদ ফুটবলাররা কোভালম বিচে দেদার ফুর্তি করেছেন । পাশাপাশি মরসুম শেষে সবাই দেশে এবং নিজের শহরে ফিরে যাওয়া শুরু করেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details