কলকাতা, 29 জুলাই: এবার অনলাইনে প্ল্যাটফর্মে মোহনবাগান দিবস উদযাপন হতে চলেছে । 29 জুলাই শতাব্দী প্রাচীন মোহনবাগানের প্রথম IFA শিল্ড জয়ের দিন ৷ যে দিনটির উদযাপন সবুজ-মেরুন শিবিরের ঐতিহ্য । যদিও কোরোনা এলোমেলো করে দিয়েছে অনেককিছুই ৷ তবু, মোহনবাগান তাদের গৌরবের দিনটি পালন করবে ৷ এবার মোহনবাগান দিবস পালিত হবে ভার্চুয়াল মাধ্যমে । ক্লাবের তরফে ইতিমধ্যে মোহনবাগান দিবসের অনুষ্ঠান সূচি জানানো হয়েছে । সকাল 9 টায় ক্লাব প্রেসিডেন্ট স্বপন সাধন বসু ডিজিটাল মাধ্যমে বক্তব্য রাখবেন । সাড়ে 9 টায় মোহনবাগান দিবসের উদ্বোধনী অনুষ্ঠান । দুপুর দেড়টা থেকে মোহনবাগান দিবসের পুরস্কারপ্রদান অনুষ্ঠান শুরু হবে । তবে, এবারের মোহনবাগান দিবসের চমক হতে চলেছে ATK-মোহনবাগান ক্লাবের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার ভিডিয়ো বার্তা ।
এবার মোহনবাগান রত্ন সম্মান দেওয়া হচ্ছে হকি অলিম্পিয়ান গুরুবক্স সিং ও বাংলার ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক পলাশ নন্দীকে । গুরুবক্স সিং শহরের বাইরে । পলাশ নন্দীকে বুধবার সকাল 9 টায় ক্লাবে আসতে অনুরোধ করা হয়েছে । পতাকা উত্তোলনের সময় তাঁর হাতে রত্ন সম্মান দেওয়া হবে । সেরা ফুটবলার জোসেবা বেইটিয়া স্পেনে ফলে তাঁর উপস্থিত থাকার সম্ভাবনা নেই । জীবনকৃতি সম্মান পাচ্ছেন মনোরঞ্জন পোড়েল । সেরা প্রশাসক হিসেবে সম্মান জানানো হচ্ছে IFA সচিব জয়দীপ মুখার্জিকে । তাঁর হাতে মঙ্গলবার বিকেলেই পুরস্কার তুলে দেওয়া হয়েছে । তবে, এবারের মোহনবাগান দিবসের চমক অবশ্যই ATK-মোহনবাগান ক্লাবের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার ভিডিয়ো বার্তা । ক্লাবের তরফে জানা গেছে, কর্ণধারের ভিডিয়ো বার্তার শুট ইতিমধ্যেই শেষ । বুধবার সকালেই তা সম্প্রচার করা হবে ।