পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sachin Tendulkar : এখানেই রাস্তা শেষ নয়, হতাশ নেইমারকে হৃদয়গ্রাহী বার্তা সচিনের - ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার

টুইট করে নেইমারের উদ্দেশ্যে হৃদয়গ্রাহী বার্তা দেন মাস্টার ব্লাস্টার ৷ লেখেন, ‘‘ফাইনালে হারের যন্ত্রণা বুঝি ৷ কিন্তু এখানেই রাস্তা শেষ নয় ৷ ওরা দারুণভাবে ফিরে আসবে ৷ আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে ৷’’

নেইমারকে হৃদয়গ্রাহী বার্তা সচিনের
নেইমারকে হৃদয়গ্রাহী বার্তা সচিনের

By

Published : Jul 11, 2021, 9:49 PM IST

মুম্বই, 11 জুলাই : কোপার ফাইনালে ঘরের মাঠে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হার ৷ মাঠের মধ্যেই কান্নায় ভেঙে পড়েন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ৷ দলকে জেতাতে না পারার যন্ত্রণা ধরা পড়ে তাঁর চোখে মুখে ৷ বিশ্ব ফুটবলে এমন এক তারকার কান্না দেখে, তাঁকে সাহস জোগানোর বার্তা দিলেন ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর ৷

টুইট করে নেইমারের উদ্দেশ্যে হৃদয়গ্রাহী বার্তা দেন মাস্টার ব্লাস্টার ৷ লেখেন, ‘‘ফাইনালে হারের যন্ত্রণা বুঝি ৷ কিন্তু এখানেই রাস্তা শেষ নয় ৷ ওরা দারুণভাবে ফিরে আসবে ৷ আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে ৷’’

যদিও একইসঙ্গে আর্জেন্টিনার জয়ের জন্য লিওনেল মেসিকে শুভেচ্ছা জানাতেও ভোলেননি সচিন ৷ তিনি মেসি ও আর্জেন্টিনাকে কোপা আমেরিকা ট্রফি জেতায় শুভেচ্ছা জানান ৷ লেখেন, ‘‘ কোপা আমেরিকা জেতার জন্য আর্জেন্টিনাকে আন্তরিক শুভেচ্ছা ৷ এটা সমস্ত আর্জেন্টিনাবাসীর কাছে ঐতিহাসিক জয় ৷ ও মেসির কাছে কেকের উপর চেরির মতো ৷’’

ম্যাচের একমাত্র গোলটি করেন আর্জেন্টিনার অ্যাঞ্জেল দি মারিয়া ৷ ম্যাচের 21 মিনিটে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে পাঠান এই আর্জেন্টাইন মিডফিল্ডার ৷ এবং আন্তর্জাতিক স্তরে মেসির ট্রফির খরা কাটান তিনি ৷

আরও পড়ুন :- Lionel Messi : আর্জেন্টিনার ঋণ মিটিয়ে সামনে তাকাচ্ছেন মেসি

ক্লাব ফুটবলে সমস্ত ব্যক্তিগত ও দলগত খেতাব জিতেছেন মেসি ৷ তবে আন্তর্জাতিক স্তরে তাঁর ট্রফির ঝুলি একদিন শূন্য ছিল ৷ চার-চারটি বড় টুর্নামেন্টের ফাইনাল খেললেও কাপ আর ঠোঁটের ফারাকটা রয়েই গিয়েছিল ৷ রবিবার সেই আক্ষেপ মেটালেন 6 বারের ব্যালন ডি অর জয়ী মেসি ৷

ABOUT THE AUTHOR

...view details