পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

2020-র "গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড" পেয়ে আবেগাপ্লুত রোনাল্ডো - Ronaldo wins Golden foot award

চলতি মাসের 1 তারিখে তিনি বিজেতা হিসাবে ঘোষিত হয়েছিলেন । এরপর রবিবার তিনি পুরস্কৃত হন । পাঁচবারের ব্যালেন ডি অর জয়ী এই তারকা ফুটবলারের পায়ের ছাপ মন্টে কার্লোর চ্যাম্পিয়নস প্রোমেনেডে প্রদর্শিত হবে ।

Ronaldo
Ronaldo

By

Published : Dec 21, 2020, 10:22 AM IST

তুরিন (ইট্যালি), 21 ডিসেম্বর : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুকটে নতুন পালক । 2020-এর "গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড" পুরস্কার জিতে নিলেন পর্তুগালের এই স্ট্রাইকার। এই খেতাবের জন্য সারা বিশ্বের সাংবাদিকরা দশ ফুটবলারকে বাছাই করেন । এরপর দর্শকদের ভোটের বিচারে গোল্ডেন ফুট চলে আসে রোনাল্ডোর ঝুলিতে ।

চলতি মাসের 1 তারিখেই তিনি বিজেতা হিসাবে ঘোষিত হয়েছিলেন । রবিবার তিনি পুরস্কৃত হন । পুরস্কারটি তুলে দেন মোনাকোর রাজকুমারীর পুত্র লুইস ডাকরেট। পুরস্কার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রোনাল্ডো । সবাইকে ধন্যবাদ জানান ।

2020-এর "গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড"

পাঁচবারের ব্যালেন ডি অর জয়ী এই তারকা ফুটবলারের পায়ের ছাপ মন্টে কার্লোর চ্যাম্পিয়নস প্রোমেনেডে প্রদর্শিত হবে । মোনাকোর প্রিন্স অ্যালবার্ট দ্বিতীয় একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে ক্রিশ্চিয়ানোকে শুভেচ্ছা জানান।

নিয়ম অনুসারে কোনও খেলোয়াড় একবারই এই খেতাব জেতার সুযোগ পান । খেলোয়াড়ের কমপক্ষে 28 বছর বয়স হতে হবে । এবং প্রাক্তন কোনও খেলোয়াড় হলে চলবে না ।

আরও পড়ুন : জোড়া গোল রোনাল্ডোর, নিষ্প্রভ মেসি

এর মাঝেই শনিবার রোনাল্ডো পারমার বিরুদ্ধে দুরন্ত একটি গোল করেন । এই গোলের সাথে 1961 থেকে আয়োজিত সিরিয়া-এ এর ইতিহাসে একটি ক্যালেন্ডার বছরে 33 গোল করে নয়া রেকর্ড গড়লেন জুভেন্টাসের এই ফুটবলার । একটি ক্যালেন্ডার বছরে এটিই সর্বোচ্চ গোল ।

ABOUT THE AUTHOR

...view details