পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

লা-লিগা-2020 চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ - la liga

ফুটবলার হিসেবে লস ব্ল্যাঙ্কোসদের জার্সি গায়ে মাত্র একবারই লা লিগা চ্যাম্পিয়ন হয়েছিলেন জিনেদিন জিদান । তবে রিয়াল মাদ্রিদ কোচ হিসেবে দু’বার শিরোপা জেতা হয়ে গেল এই ফরাসি কিংবদন্তির । চ্যাম্পিয়ন্স লিগের তুলনায় মরশুমের শুরু থেকেই লা লিগাকে বেশি প্রাধান্য দিয়ে এসেছেন জিজু ।

image
রিয়াল মাদ্রিদ

By

Published : Jul 17, 2020, 6:34 PM IST

মাদ্রিদ, 17 জুলাই : ফের স্পেন সেরা রিয়াল মাদ্রিদ ৷ এই নিয়ে 34 বার ৷ মাঝে দুই বার খেতাব জয় করেছিল কাতালান জায়েন্ট বার্সেলোনা ৷ কিন্তু এবার লকডাউনের পর থেকেই দুরন্ত ফর্মে ছিল জিজিুর রিয়াল মাদ্রিদ ৷ অন্য দিকে একই সময় পয়েন্ট খোয়াতে থাকে বার্সা ৷ ওসাসুনার বিরুদ্ধে পয়েন্ট খোয়ালেই খেতাব চলে আসত রিয়ালের ঘরে ৷ কিন্তু তাতে এতটুকুও আত্মতুষ্টি দেখায়নি রিয়াল মাদ্রিদ ৷ নিজেদের লক্ষ্যে স্থির থেকে ভিলারিয়ালের বিরুদ্ধে 2-1 ব্যবধানে ম্যাচ জিতে 34 বার লা লিগা চ্যাম্পিয়ন হল জিনেদিন জিদানের ছেলেরা ৷

ট্রফি নিয়ে জিদানও রামোস

ফুটবলার হিসেবে লস ব্ল্যাঙ্কোসদের জার্সি গায়ে মাত্র একবারই লা লিগা চ্যাম্পিয়ন হয়েছিলেন জিনেদিন জিদান । তবে রিয়াল মাদ্রিদ কোচ হিসেবে দু’বার শিরোপা জেতা হয়ে গেল এই ফরাসি কিংবদন্তির । চ্যাম্পিয়ন্স লিগের তুলনায় মরশুমের শুরু থেকেই লা লিগাকে বেশি প্রাধান্য দিয়ে এসেছেন জিজু । লকডাউন পরবর্তী সময় দলের পারফরম্যান্সেই সেটা স্পষ্ট ৷ বার্সার চেয়ে দু’পয়েন্ট পিছিয়ে থাকলেও লকডাউনেই হোমওয়ার্কটা সেরে রেখেছিলেন জিদান ৷

গোলের পর বেঞ্জিমা ও রামোস

আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে কার্যত দাপট দেখাল বেঞ্জিমা, রামোসরা ৷ খেলার আধিকাংশ খেলা হল ভিলারিয়ালের অর্ধেই ৷ ম্যাচের মাত্র 29 মিনিটেই রিয়ালের হয়ে লুকা মদ্রিচের পাশ থেকে গোলের লকগেট খুললেন ফরাসি স্ট্রাইকার করিম বেঞ্জিমা ৷ এরপর ফের পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ ৷ কিন্তু সেটা থেকে গোল করতে পারেননি রামোস ৷ সরাসরি গোলে শট নেওয়ার পরিবর্তে বেঞ্জিমাকে বাড়িয়ে দেন তিনি ৷ সেই বল জালে রাখলেও VAR-এ রেফারি গোল বাতিল করে ৷ পুনরায় পেনাল্টি নেওয়ার নির্দেশ দেন রেফারি ৷ এবার সরাসরি শট নেন বেঞ্জিমা ৷ নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন ফরাসি স্ট্রাইকার৷ 83 মিনিটে ইবোরা দর্শনীয় গোল করলেও রিয়ালকে আটকাবার জন্য সেটা যথেষ্ট ছিল না ৷ এক ম্যাচ বাকি থাকতেই খেতাব ঘরে তোলে রিয়াল মাদ্রিদ ৷

খেতাব জয়ের পর কোর্তুয়া

ABOUT THE AUTHOR

...view details