পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

লা লিগায় শীর্ষে রিয়াল মাদ্রিদ - real madrid beat espanyol

দুরন্ত ছন্দে আছে রিয়াল মাদ্রিদ ৷ এদিকে প্রথম তিন ম্যাচ ভালো খেললেও হঠাৎ করে ছন্দপতন মেসির বার্সার ৷ রিয়ালের গোলের নায়ক ক্যাসেমিরো ৷ তবে ততটাই ভালো খেললেন করিম বেঞ্জিমা ৷ আর এই দু’য়ের যুগলবন্দিতেই কুপোকাৎ এস্প্যানিয়ল ৷

image
রিয়াল মাদ্রিদ

By

Published : Jun 29, 2020, 11:49 PM IST

মাদ্রিদ, 29 জুন : বার্সেলোনা হোঁচট খেতেই লা লিগার শীর্ষস্থানে যাওয়ার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের কাছে ৷ পড়ে পাওয়া সুযোগ হাতছাড়া করেনি জিনেদিন জিদানের রিয়াল ৷ আগের ম্যাচে সোসিয়েদাদকে হারিয়ে বার্সার সঙ্গে একই পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে ছিল তারা ৷ কিন্তু আগের ম্যাচে সেল্টা ভিগোর বিরুদ্ধে ফের ড্র করে বার্সা ৷ আর এবার এককভাবে শীর্ষস্থানে যাওয়ার সুযোগ ছিল ৷ এস্প্যানিয়লকে 1-0 গোলে হারিয়ে বার্সার থেকে দুই পয়েন্ট এগিয়ে শীর্ষে চলে গেল রিয়াল মাদ্রিদ ৷

লকডাউনের পর দুরন্ত ছন্দে আছে রিয়াল মাদ্রিদ ৷ এদিকে প্রথম তিন ম্যাচ ভালো খেললেও হঠাৎ করে ছন্দপতন মেসির বার্সার ৷ আজ রিয়ালের গোলের নায়ক ক্যাসেমিরো ৷ তবে ততটাই ভালো খেললেন করিম বেঞ্জিমা ৷ আর এই দু’য়ের যুগলবন্দিতেই কুপোকাৎ এস্প্যানিয়ল ৷

শুরু থেকেই আক্রমণ -প্রতি আক্রমণে খেলা জমে ওঠে ৷ প্রথমার্ধে বেশ কয়েকটি চেষ্টা করে দুই দল ৷ রিয়াল অধিনায়ক রামোসের হেড বারের উপর দিয়ে চলে যায় ৷ ব্যর্থ হয় ক্যাসেমিরোর হেডও ৷ অন্যদিকে প্রতি আক্রমণে বার বার উঠে আসে এস্প্যানিয়ল ৷ তবে দুরন্ত কুর্তোয়া ৷ একক দক্ষতায় আটকে দেন এস্প্যানিয়লের যাবতীয় আক্রমণ ৷

তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে রিয়ালের হয়ে লকগেট খোলে ব্রাজ়িলিয়ান ডিফেন্ডার ক্যাসেমিরো ৷ ফরাসি স্ট্রাইকার বেঞ্জিমার বুদ্ধিদীপ্ত ব্যাকহিল থেকে গোল করতে ভুল করেননি তিনি ৷ ডেড বল সিচুয়েশন থেকে ক্যাসেমিরোর জন্য ব্যাকহিল করে বল সাজিয়ে দেন বেঞ্জিমা ৷ তবে দ্বিতীয়ার্ধে রিয়ালের খেলায় সেই পুরানো ঝাঁঝ দেখা যায়নি ৷ তবে শেষ পর্যন্ত চাপ ধরে রাখতে সক্ষম হয় রামোসের দল ৷ বর্তমানে 32 ম্যাচে 71 পয়েন্ট নিয়ে এককভাবে লিগ শীর্ষে রিয়াল মাদ্রিদ ৷ বৃহস্পতিবার গেটাফের বিরুদ্ধে ফের মাঠে নামছে জিদানের দল ৷

ABOUT THE AUTHOR

...view details