আবু ধাবি, ৩ ফেব্রুয়ারি : প্রথমবারের জন্য AFC এশিয়ান কাপ চ্যাম্পিয়ন হল কাতার। ফাইনালে জাপানকে ৩-১ গোলে হারায় ২০২২ সালের বিশ্বকাপ আয়োজকরা। কাতারের হয়ে গোল করেন আলমোয়েজ় আলি, হাতিম ও আক্রম আফিফ। জাপানের হয়ে একমাত্র গোলটি করেন তাকুমি মিনামিনো।
AFC এশিয়ান কাপ চ্যাম্পিয়ন কাতার - champion
প্রথমবারের জন্য AFC এশিয়ান কাপ চ্যাম্পিয়ন হল কাতার। ফাইনালে জাপানকে ৩-১ গোলে হারায় ২০২২ সালের বিশ্বকাপ আয়োজকরা।
এর আগে কাতার কখনও AFC এশিয়ান কাপে কোয়ার্টার ফাইনালের গণ্ডি টপকায়নি। অপরদিকে চারবার এশিয়া সেরার খেতাব জিতেছে জাপান। তাই ফাইনালের আগে ধারেভারে জাপান অনেক এগিয়ে ছিল। সেই হিসাবকে উলটে দিয়ে ফাইনালের শুরু থেকেই ম্যাচের দখল নেয় কাতার। ১২ মিনিটে বাইসাইকেল কিকে দুরন্ত গোল করেন আলি। চলতি টুর্নামেন্টে এটি তাঁর নবম গোল। যা একটি AFC এশিয়ান কাপে সর্বোচ্চ ব্যক্তিগত গোলের রেকর্ড। যদিও ম্যাচ শুরুর কিছুক্ষণ আগেও তিনি ফাইনালে খেলতে পারবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা ছিল। সুদানের বংশোদ্ভুত হওয়ায় কাতার দলে আলির অন্তর্ভুক্তি নিয়ে প্রতিবাদ জানায় UAE। যদিও তা খারিজ হয়ে যায়।
২৭ মিনিটে হাতিমের ২০ গজ দূর থেকে নেওয়া শট বাঁক খেয়ে জাপানের গোলে জড়িয়ে যায়। ৬৯ মিনিটে জাপানের হয়ে ব্যবধান কমান তাকুমি। চলতি টুর্নামেন্টে প্রথম গোল হজম করে কাতার। নির্ধারিত সময়ের এক মিনিট আগে পেনাল্টি পায় কাতার। গোল করতে ভুল করেননি আফিফ। চলতি টুর্নামেন্টে তিনিও দুরন্ত ফর্মে ছিলেন। সাত ম্যাচে একটি গোলসহ ১০টি অ্যাসিস্ট করেন আফিফ।