পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

শতবর্ষের প্রস্তুতি বন্ধ ইস্টবেঙ্গলে, কোচের সমালোচনায় শীর্ষ কর্তা - stopped by army

ক্লাবের শতবর্ষের প্রস্তুতি বন্ধ করেছে সেনাবাহিনী । যদিও কারণ সরকারি ভাবে ইস্টবেঙ্গল ক্লাবকে জানানো হয়নি ।

ক্লাবের এক শীর্ষকর্তা

By

Published : Jul 26, 2019, 2:29 PM IST

কলকাতা, 26 জুলাই : ক্লাবের শতবর্ষের প্রস্তুতি বন্ধ করেছে সেনাবাহিনী । বন্ধ করার কারণ সরকারি ভাবে ইস্টবেঙ্গল ক্লাবকে জানানো হয়নি । এই নিয়ে ক্লাবের এক শীর্ষকর্তার বক্তব্য, ডুরান্ডে পূর্ণশক্তির দল ইস্টবেঙ্গল নামাবে না, কোচের এই সিদ্ধান্ত থেকেই সেনা সম্ভবত এই পদক্ষেপ করেছে বলে শোনা যাচ্ছে৷

ময়দানের ক্লাবগুলো আর্মির জমিতে । তাই সারাবছরই সেনাবাহিনীর নানা নিয়ম কানুনের মধ্যে দিয়ে ক্লাবগুলোকে চলতে হয় । বিশেষ করে ক্লাবের কোনও সংস্কার করতে হলেই প্রয়োজন হয় সেনাবাহিনীর সবুজ সংকেত । ইস্টবেঙ্গল ক্লাব শতবর্ষ পালন উপলক্ষ্যে কিছু সৌন্দর্যায়নের কাজ করছে । এবং তা করা হচ্ছে সেনাবাহিনীর অনুমতি নিয়ে । তা সত্ত্বেও গতকাল কাজ বন্ধ করার যে নির্দেশ সেনাবাহিনী দিয়েছে তা দেখে ইস্টবেঙ্গল কর্তারা বিস্মিত । ক্লাবের এক শীর্ষকর্তা দেবব্রত সরকার ইতিমধ্যে যোগাযোগ করেছেন । আশা করছেন, আজকের (শুক্রবার) মধ্যেই প্রয়োজনীয় সবুজ সংকেত ফের মিলবে ।

1 অগাস্ট ক্লাবের শতবর্ষ পালন পর্ব শুরু । যার বোধন 28 জুলাই । ডুরান্ডে পূর্ণশক্তির দল না নামানোর যে সিদ্ধান্ত কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া নিয়েছেন, তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ইস্টবেঙ্গল ক্লাবকর্তা ও সদস্য সমর্থকদের মধ্যে । দেবব্রত সরকার বলেন, ইস্টবেঙ্গল সদস্য সমর্থকদের ক্লাব । তাদের মতামতের গুরুত্ব দিতেই হবে । একশো বছরের প্রতিষ্ঠান খেলার জন্যে তৈরি হয়েছে । শুধুমাত্র একটি বা দুটো টুর্নামেন্টকে পাখির চোখ করার যে পরিকল্পনা কোচ নিচ্ছেন তা মানা কঠিন । ইতিমধ্যে বিষয়টি নিয়ে বিনিয়োগ সংস্থার কর্তাদের সঙ্গে দেবব্রত সরকার কথা বলেছেন । লিখিত ভাবে ডুরান্ড খেলা নিয়ে ক্লাবের অবস্থান জানিয়েছেন । আশা করছেন সুরাহা মিলবে । কারণ বিনিয়োগকারী সংস্থাও পরিস্থিতির গুরুত্ব বিচার করে বিকল্প পথ বের করার চেষ্টায় । কোচকেও পরিস্থিতি বোঝানোর চেষ্টা চলছে ।

চলতি মরশুমের শুরুতে কলকাতা লিগ ও ডুরান্ড কাপ সমান্তরাল ভাবে চলবে । 2 অগাস্ট থেকে 24 অগাস্ট অবধি দুই প্রতিযোগিতার সূচির চাপ সামলাতে হবে । তিনদিনে দুটো ম্যাচ খেলার ঝক্কি ফুটবলারের পক্ষে ক্ষতিকর বলে সরব আলেয়ান্দ্রো । লাল হলুদ কর্তা ফুটবলারদের উপর সূচির চাপ বিষয়টিকে পাত্তা দিতে নারাজ । তবে তিনি মনে করেন বিনিয়োগকারী সংস্থা ও কোচ দ্রুত ক্লাবের মানসিকতা ও চাহিদার সঙ্গে অভ্যস্ত হবে । তখনই সমস্যার সমাধান হবে । তাই বিতর্কিত সিদ্ধান্ত বা পদক্ষেপের ভাবনা এখন নেই । বরং সেরা দল নামিয়ে ডুরান্ড জয়ের জন্যে দলকে তৈরি করার কথা বলতে চান ।

জানা গেছে, ক্লাব কর্তাদের অনুরোধ মেনে শেষপর্যন্ত সেরা দল মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছেন আলেয়ান্দ্রো ৷ এরপর ইস্টবেঙ্গলের শতবর্ষের প্রস্তুতি ফের শুরুর অনুমতি পাওয়া নিয়ে আশাবাদী ইস্টবেঙ্গল কর্তা, সমর্থকরা ৷

ABOUT THE AUTHOR

...view details