সাও পাওলো, 24 ডিসেম্বর : অস্ত্রোপচারের হয়েছে গত সেপ্টেম্বরে ৷ তবে কর্কট ব্যাধিকে হারিয়ে এখনও সম্পূর্ণ সুস্থ নন পেলে ৷ চলতি মাসের শুরুতে কেমোথেরাপির জন্য পুনরায় কিংবদন্তিকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে ৷ তবে ক্রিসমাসের আগে অনুরাগীদের আশ্বস্ত করে বাড়ি ফিরলেন এডসন আরান্তেস দো নাসিমেন্তো (Pele discharges from hospital before Christmas) ৷ ক্রিসমাসটা পরিবারের সঙ্গেই কাটাবেন তিনি (Pele will celebrate Christmas with his family) ৷
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, 81 বছরের পেলে আপাতত স্থিতিশীল আছেন ৷ সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, পেলে আপাতত স্থিতিশীল রয়েছেন, তবে কোলন টিউমারের জন্য তাঁর চিকিৎসা জারি থাকবে ৷ যা গত সেপ্টেম্বরে ধরা পড়েছিল (In September Pele diagnosed with colon tumor)৷