কলকাতা, 19 জানুয়ারি : ডার্বির মঞ্চ নতুন তারকার জন্ম দেয় । রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে চলতি আই লিগের প্রথম ডার্বি তার ব্যতিক্রম নয় । নঙডম্বা নওরেম,মনিপুরের ফুটবলার,কেরালা ব্লাস্টার্স থেকে এই মরসুমে মোহনবাগানে সই করেছেন । বড় দলের জার্সিতে অনুর্ধ 22 ফুটবলারটি যে ভবিষ্যতের লগ্নি তার সাক্ষী রইল এই ডার্বি ।
একই কথা বলা যায় ইস্টবেঙ্গলের এডমুনো লালরিনডিকা সম্বন্ধে । পরিবর্ত হয়ে মাঠে নেমেছিলেন । চোট পেয়ে বেরিয়ে যাওয়ার আগে মার্কাসের জন্যে গোলের বল সাজিয়ে দিয়ে গেলেন । যা দেখে বলা যায় ছেলেটি ভবিষ্যতের মশলা ।
ইস্টবেঙ্গল কে 2-1 গোলে হারিয়ে 8ম্যাচে 17 পয়েন্ট নিয়ে আই লিগের মগডালে জাঁকিয়ে বসল মোহনবাগান । বেইতিয়া এবং পাপা বাবা দিওয়াড়া জয়ের নায়ক । ইস্টবেঙ্গলের হয়ে গোল মার্কাস এসপাদার । তবে নজর কাড়লেন নঙডম্বা নওরেম ।
দিনের প্রথম সুযোগ ইস্টবেঙ্গলের । দুই মিনিটে লালরিনডিকার কর্নার থেকে ক্রিসপির সুযোগ নষ্ট দেখে মনে হয়েছিল দাপট দেখাবে লাল হলুদ । কিন্তু 18মিনিটে ফ্রান গঞ্জালেসের পাস থেকে বাবা দিওয়াড়ার চকিতে ঘুরে তা নঙডম্বা নওরেমের জন্যে বাড়িয়ে দেন । বাকিটা তিনি লাল হলুদ রক্ষণকে বোকা বানিয়ে যেভাবে গোলের বল সাজিয়ে দিলেন তা থেকে গোল না করা অপরাধ । জোসেবা বেইতিয়াও ভুলটি করেননি ৷
65 মিনিটে ফের গোল মোহনবাগানের ৷ বাবা দিওয়াড়ার গোলে ফের এগিয়া যায় মোহনবাগান ৷ বেইতিয়ার কর্ণার থেকে গোল করে যান বাবা ৷ ম্যাচের 71 মিনিটে গোল করে ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান কমান মার্কোস এসপাদা ৷ তবে ম্যাচ জেতার জন্য সেটা যথেষ্ট ছিল না ৷
8 ম্যাচ থেকে 17 পয়েন্ট তুলে নিয়ে আপাতত আই লিগে সবার উপরে মোহনবাগান ৷ 23 তারিখ বাগানের পরের ম্যাচ নেরোকার বিরুদ্ধে ৷