পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

গোয়ায় তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা বাগানের - kolkata

বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করেছেন মোহনবাগান কোচ । সোমবার সকালে গোয়া উড়ে যাবেন । মান্ডভী নদীর তীরে 10 দিনের আবাসিক শিবির ।

গোয়ায় তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা বাগানের

By

Published : Jul 6, 2019, 10:59 PM IST

কলকাতা, 6 জুলাই : অনুশীলনে ডিফেন্ডার সুখদেব সিংকে টপকে দুরন্ত গোলে উপস্থিত সদস্য সমর্থক এবং কোচের মন জিতলেন । ইতিমধ্যেই কিবু ভিকুনার অনুশীলনে দারুণ মেলে ধরছেন সুয়ের ভিপি । কেরলের স্ট্রাইকার গত মরসুমে লাল হলুদ জার্সিতে খেলেছিলেন । চোট আঘাত ও অফফর্মে ছিটকে গেছিলেন । নিজেকে ফিরে পাওয়ার লক্ষ্যে নতুন মরসুমে সবুজ মেরুনে সুয়ের ভিপি ।

বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করেছেন মোহনবাগান কোচ । সোমবার সকালে গোয়া উড়ে যাবেন । মান্ডভী নদীর তীরে 10 দিনের আবাসিক শিবির । আগে ভুবনেশ্বরে শিবির করার পরিকল্পনা থাকলেও পরে তা বদল করা হয় । গোয়ায় শিবির চলাকালীন তিনটে প্রস্তুতি ম্যাচ খেলবে মোহনবাগান । দুটো জুনিয়র দল ও একটি সিনিয়র দলের বিরুদ্ধে খেলার পরিকল্পনা রয়েছে । যাতে লিগের প্রথম ম্যাচ থেকে দলকে প্রত্যাশিত ছন্দে খেলানো যায় । ভুবনেশ্বরে প্র্যাকটিস ম্যাচের দল পাওয়া কঠিন । তার উপর বৃষ্টি প্রস্তুতিতে বিঘ্ন ঘটাবে । তাই দলবল নিয়ে গোয়ার পথে কিবু ।

আজ নিজের দলের 28 জন ফুটবলারদের মধ্যে তিনটে প্র্যাকটিস ম্যাচ খেলালেন । তবে এই তিন ম্যাচকে অনুশীলন ম্যাচ বলতে রাজি নন বাগান কোচ । তাঁর মতে তিনি বা তাঁর দল এখন ম্যাচ খেলার মত জায়গায় পৌঁছয়নি । চলতি মাসের তৃতীয় সপ্তাহে মোহনবাগান লিগ খেলতে নামবে । তার আগে দল গুছিয়ে নেওয়াই লক্ষ্য । দলের বিদেশিরা সরাসরি আবাসিক শিবিরে যোগ দেবেন । এ দিকে আজও মোহনবাগান কোচকে ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে । সদস্য সমর্থকদের ভালোবাসা উপভোগ করলেও নিজের লক্ষ্য থেকে সরতে নারাজ । ফুটবলারদের ফিট করতে শারীরিক কসরৎ যাতে বিরক্তিকর না হয় সেজন্য বল নিয়ে প্রথম দিন থেকে খেলাচ্ছেন ।

10 জুলাই থেকে ইস্টবেঙ্গলের অনুশীলন । মোহনবাগান ইতিমধ্যে নেমে পড়েছে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details