কলকাতা, 6 জুলাই : অনুশীলনে ডিফেন্ডার সুখদেব সিংকে টপকে দুরন্ত গোলে উপস্থিত সদস্য সমর্থক এবং কোচের মন জিতলেন । ইতিমধ্যেই কিবু ভিকুনার অনুশীলনে দারুণ মেলে ধরছেন সুয়ের ভিপি । কেরলের স্ট্রাইকার গত মরসুমে লাল হলুদ জার্সিতে খেলেছিলেন । চোট আঘাত ও অফফর্মে ছিটকে গেছিলেন । নিজেকে ফিরে পাওয়ার লক্ষ্যে নতুন মরসুমে সবুজ মেরুনে সুয়ের ভিপি ।
বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করেছেন মোহনবাগান কোচ । সোমবার সকালে গোয়া উড়ে যাবেন । মান্ডভী নদীর তীরে 10 দিনের আবাসিক শিবির । আগে ভুবনেশ্বরে শিবির করার পরিকল্পনা থাকলেও পরে তা বদল করা হয় । গোয়ায় শিবির চলাকালীন তিনটে প্রস্তুতি ম্যাচ খেলবে মোহনবাগান । দুটো জুনিয়র দল ও একটি সিনিয়র দলের বিরুদ্ধে খেলার পরিকল্পনা রয়েছে । যাতে লিগের প্রথম ম্যাচ থেকে দলকে প্রত্যাশিত ছন্দে খেলানো যায় । ভুবনেশ্বরে প্র্যাকটিস ম্যাচের দল পাওয়া কঠিন । তার উপর বৃষ্টি প্রস্তুতিতে বিঘ্ন ঘটাবে । তাই দলবল নিয়ে গোয়ার পথে কিবু ।