পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

পঞ্জাব FC-র বিরুদ্ধে তৈরি মোহনবাগান : কিবু ভিকুনা - পঞ্জাব FC-র বিরুদ্ধে তৈরি মোহনবাগান

পঞ্জাব FC ম্যাচের পরই কলকাতা ডার্বি ৷ কিন্তু তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন মোহনবাগান কোচ কিবু ভিকুনা ৷ রবিবার পঞ্জাব FC-র বিরুদ্ধে খেলতে লুধিয়ানা উড়ে যাচ্ছে টিম মোহনবাগান ৷

image
মোহনবাগান

By

Published : Jan 10, 2020, 7:01 PM IST


কলকাতা, 10 জানুয়ারি : চার্চিল ম্যাচে হারের পর "গেল গেল" রব এখন বদলে গেছে জয়ধ্বনিতে । আই লিগে ছয় ম্যাচ পরে পয়েন্ট টেবিলের এক নম্বরে মোহনবাগান । কিবু ভিকুনার কোচিংয়ে আশার আলো দেখছে সবুজ মেরুন জনতা । 14 জানুয়ারি পঞ্জাব FC-র বিরুদ্ধে খেলবেন বেইতিয়া, ফ্রান গঞ্জালেসরা । রবিবার দল নিয়ে পঞ্জাব উড়ে যাচ্ছেন কিবু ৷

পঞ্জাব ম্যাচের পরই কলকাতা ডার্বি । আই লিগের প্রথম ডার্বি নিয়ে সবুজ মেরুন চাণক্য বলছেন, তারা তৈরি । চার্চিলের বিরুদ্ধে ভালো খেলেও জয় আসেনি । হারের ধাক্কায় সমালোচনার ঝড় উঠেছিল । কিবুকে সরানোরও দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে ৷ স্প্যানিশ কোচ বলছেন, তিনি দল ও ফর্মেশনের উপর আস্থা রেখেছিলেন । তাই কল্যাণী স্টেডিয়ামে পরপর দুটো ম্যাচ ঘাসের মাঠে খেলার পরে শ্রীনগরে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে কৃত্রিম ঘাসের মাঠে খেলেছে দল ৷ আবার ফিরে এসে ফের কল্যাণী স্টেডিয়ামের ঘাসের মাঠে মানিয়ে নিতে সমস্যায় পড়েনি দল ।

রবিবার লুধিয়ানায় খেলতে যাচ্ছে মোহনবাগান । সেখানে পঞ্জাব FC-র বিরুদ্ধে ম্যাচ সবসময় কঠিন । তবে টানা চার জয় দলের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়েছে ৷ তবে জয় নিয়ে তুষ্ট হতে নারাজ কিবু ৷ নবাগত কমরন তুর্সোভকে এখনও ম্যাচে খেলানো হয়নি । পঞ্জাবের বিরুদ্ধে তাঁকে দেখে নেওয়ার পরিকল্পনা রয়েছে বাগান হেডস্যারের । লুধিয়ানা থেকে ফিরে 19 জানুয়ারি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে হবে ।

চড়তে শুরু করেছে ডার্বির পারদ । কিবু ভিকুনা বলছেন তিনি ধাপে ধাপে এগোতে চান । তাই লুধিয়ানা থেকে ফিরে ডার্বির পরিকল্পনা শুরু করবেন । তবে ডার্বির আগে দলের শক্তি, ইচ্ছে এবং ইতিবাচক মানসিকতায় আস্থা রাখছেন কিবু ।

ABOUT THE AUTHOR

...view details