কলকাতা, 10 জানুয়ারি : চার্চিল ম্যাচে হারের পর "গেল গেল" রব এখন বদলে গেছে জয়ধ্বনিতে । আই লিগে ছয় ম্যাচ পরে পয়েন্ট টেবিলের এক নম্বরে মোহনবাগান । কিবু ভিকুনার কোচিংয়ে আশার আলো দেখছে সবুজ মেরুন জনতা । 14 জানুয়ারি পঞ্জাব FC-র বিরুদ্ধে খেলবেন বেইতিয়া, ফ্রান গঞ্জালেসরা । রবিবার দল নিয়ে পঞ্জাব উড়ে যাচ্ছেন কিবু ৷
পঞ্জাব ম্যাচের পরই কলকাতা ডার্বি । আই লিগের প্রথম ডার্বি নিয়ে সবুজ মেরুন চাণক্য বলছেন, তারা তৈরি । চার্চিলের বিরুদ্ধে ভালো খেলেও জয় আসেনি । হারের ধাক্কায় সমালোচনার ঝড় উঠেছিল । কিবুকে সরানোরও দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে ৷ স্প্যানিশ কোচ বলছেন, তিনি দল ও ফর্মেশনের উপর আস্থা রেখেছিলেন । তাই কল্যাণী স্টেডিয়ামে পরপর দুটো ম্যাচ ঘাসের মাঠে খেলার পরে শ্রীনগরে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে কৃত্রিম ঘাসের মাঠে খেলেছে দল ৷ আবার ফিরে এসে ফের কল্যাণী স্টেডিয়ামের ঘাসের মাঠে মানিয়ে নিতে সমস্যায় পড়েনি দল ।