পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ভুল শুধরে হায়দরাবাদ ম্যাচে জয় পেতে চান তিরি-প্রীতমরা - Mohunbagan ready to get back their form

জামশেদপুর এফসির বিরুদ্ধে হারের কারণ সেটপিসে দুর্বলতা । দলের তরফ থেকে প্রচুর মিসপাস হয়েছে ও গোলের সুযোগ নষ্ট হয়েছে । একথা স্বীকার করে নিয়েছেন এটিকে-মোহনবাগানের কোচ লোপেজ হাবাস । একই মন্তব্য তিরি ও প্রীতম কোটালেরও । এই হার থেকে শিক্ষা নিয়ে এবার হায়দরাবাদের বিরুদ্ধে জয় পেতে মরিয়া মোহনবাগান ।

Mohunbagan-Hyderabad Fc
এটিকে মোহনবাগান-হায়দরাবাদ এফসি

By

Published : Dec 10, 2020, 8:02 AM IST

কলকাতা , 10 ডিসেম্বর : হারের ধাক্কা সরিয়ে জয়ের সরণিতে ফিরতে মরিয়া এটিকে-মোহনবাগানের ফুটবলাররা । কোচ আন্তেনিও লোপেজ হাবাস ইতিমধ্যেই বলেছেন জামশেদপুর এফসি-র বিরুদ্ধে তাদের পরাজয় "ব্যাড ডে ইন অফিস ।" এমনকী , দলের রক্ষণভাগের দুর্বলতার কথাও স্বীকার করেছেন । এবার সামনে হায়দরাবাদ এফসি । হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে সবুজ মেরুন ব্রিগেড ।

দলের রক্ষণভাগের অন্যতম স্তম্ভ তিরি বলছেন ,"জামশেদপুর সেটপিসে দক্ষ । ওরা সেই দক্ষতা কাজে লাগিয়ে বাজিমাত করেছে । আমাদের প্রচুর মিসপাস হয়েছে এবং গোলের সুযোগ নষ্ট হয়েছে । এবার সামনে হায়দরাবাদ । ওরাও সেটপিসে দক্ষ । তাই আমরা যাতে ব্যর্থ না হই সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে । এবং এই ভুল শুধরে নেওয়া কেবলমাত্র অনুশীলনে সম্ভব । অন্য কোনওভাবে নয় । "

আরও পড়ুন, এটিকে-মোহনবাগানের জয়রথ থামাল জামশেদপুর

চোট সারিয়ে মাঠে ফিরেছেন এডু গার্সিয়া । মাঠে ফিরে দলের মাঝমাঠের হাল ধরেছেন বলা যাবে না । তবে তাঁর উপস্থিতি হাবাসের চিন্তা কমিয়েছে বলা যায় । তাঁর মতে, " জামশেদপুর এফসি-কে অনেক কর্নার এবং ফ্রিকিকের সুযোগ করে দেওয়া হয়েছিল । গোল হয়েছে সেটপিস থেকে । হায়দরাবাদের বিরুদ্ধে ভুল আমাদের শুধরে নিতে হবে । কারণ প্রতিপক্ষ দলে একাধিক ভালো ফুটবলার রয়েছে । তাই ঘুরে দাঁড়িয়ে তিন পয়েন্ট ছিনিয়ে নিয়ে আসা সহজ হবে না । সেই মানসিক দৃঢ়তা নিয়ে আমাদের নামতে হবে । কারণ প্রতিযোগিতায় সবদল যথেষ্ট শক্তিশালী । সকলকেই গুরুত্ব দিতে হবে । "

ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর কথা বলছেন প্রীতম কোটালও । তিনি জানাচ্ছেন , "প্রতিটি দিন সমান যায় না । জামশেদপুর ম্যাচ সেরকম একটি দিন । শুধু রক্ষণের ভুলে দল হেরেছে এমন নয় , ব্যর্থতা পুরো দলের । এখন হায়দরাবাদের বিরুদ্ধে ভালো করতে পারলেই ছবিটা বদলে যাবে ।" একটা হারে ভেঙে না পড়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত সবুজ মেরুন জুড়ে । ফুটবলারদের এই চোয়াল চাপা মানসিকতা হাবাসের কাজ অনেকটাই সহজ করে দিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details