কলকাতা, 9 অক্টোবর : জয় দিয়ে আই লিগের দ্বিতীয় ডিভিশনে যাত্রা শুরু করল মহমেডান স্পোর্টিং, ভবানীপুর ক্লাব । পাঁচ দলের দ্বিতীয় ডিভিশন আই লিগ বৃহস্পতিবার শুরু হল । প্রথম দিন কলকাতার দুই দল মহমেডান স্পোর্টিং এবং ভবানীপুর ক্লাব খেলতে নেমেছিল । ফলে কলকাতার ফুটবলপ্রেমীদের এই দুই দলের ম্যাচ নিয়ে উৎসাহ ছিল তুঙ্গে ।
জয় দিয়ে যাত্রা শুরু ভবানীপুর, মহমেডানের - I-league qualifiers
দ্বিতীয় ডিভিশন আই লিগের প্রথম ম্যাচে জিতল মহমেডান স্পোর্টিং ও ভবানীপুর ক্লাব ।
দুপুর সাড়ে বারোটার সময় যুবভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গালুরু FC ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নেমেছিল শংকরলাল চক্রবর্তীর প্রশিক্ষণাধীন ভবানীপুর ক্লাব । ম্যাচের ফল 2-0 । প্রথম থেকে খেলার রাশ নিজেদের পায়ে রেখে ভবানীপুর ম্যাচের দখল নিজেদের হাতে তুলে নেয় । আক্রমণভাগে জিতেন মুর্মু, আদজা, রক্ষণে মনতোষ চাকলাদার, কিংশুক দেবনাথ, অরিজিৎ বাগুই এবং গোলরক্ষক শিলটন পাল অসাধারণ ফুটবল উপহার দেন । তাঁদের দুরন্ত ফুটবল প্রতিপক্ষকে দাঁড়াতে দেয়নি । বিরতির আগে পঙ্কজ মৌলার গোলে এগিয়ে যায় ভবানীপুর । বিরতির পরে আদজার অসাধারণ গোলে ব্যবধান বাড়িয়ে ম্যাচ কার্যত পকেটে পুরে ফেলেন শংকরলাল চক্রবর্তীর ছেলেরা । ভবানীপুর কোচ বলেন, পাঁচ মাস পরে মাঠে নেমে দলের পারফরম্যান্স তাঁকে খুশি করেছে । আপাতত প্রথম ম্যাচ অতীত । তিনি পরের ম্যাচ নিয়ে চিন্তা করতে চান।
কল্যাণী স্টেডিয়ামে মুনমুনের দুরন্ত গোলে শেষ মিনিটে জয় পেল মহমেডান স্পোর্টিংও । ম্যাচের ফল 1-0 ।প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল গাড়োয়াল FC । বল দখলের শতাংশের হিসাব নিজেদের পায়ে রাখলেও গোলমুখে ব্যর্থতা ইয়ান ল-এর ছেলেদের এগিয়ে যেতে দেয়নি । উইলিস প্লাজ়ার হেড গোল পোস্টে লাগে । তাছাড়াও ক্যারিবিয়ান স্ট্রাইকার কয়েকটি সুযোগ হাতছাড়া করেন । শেষপর্যন্ত ম্যাচের শেষ মিনিটে বক্সের বাইরে থেকে মুনমুনের দুরন্ত ভলি ইয়ান ল-র চিন্তা দূর করে ।