পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

জার্মান জাদুকরের হাত ধরে স্বপ্নজয়, লিভারপুলে বদল আনলেন ক্লপই ! - football

ফিরে এল ইস্তানবুলের রাত । 15 বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলল লিভারপুল । যুরগেন ক্লপের কোচিংয়ে টটেনহাম হটসপারকে 2-0 গোলে পরাজিত করল তারা ।

সালাহ

By

Published : Jun 2, 2019, 2:27 AM IST

Updated : Jun 2, 2019, 4:28 AM IST

মাদ্রিদ (স্পেন), 2 জুন : স্বপ্নজয়ের রাত । তখন উচ্ছ্বাস মধ্যগগনে । গ্যালারিতে "ইউ উইল নেভার ওয়াক অ্যালন" গেয়ে চলেছেন সমর্থকরা । খেলোয়াড়রা উচ্ছ্বসিত । কে কী করবেন যেন বুঝতেই পারছেন না । এ ওর দিকে ছুটে যাচ্ছেন । সালাহকে ধরে কোলে তুলে নিলেন ওরিগি । ম্যাচের দুই গোলদাতা বলে কথা । কিন্তু, একজন তখনও নিশ্চুপ । মাথায় টুপি । চোখে চশমা । মুখে আলতো হাসির ছোঁয়া । মনে মনে যেন বলছেন, "করে দেখিয়েছি ।"

প্রতিপক্ষ কোচের পিঠ চাপড়ে দিলেন একবার । বলতে চাইলেন, "ওয়েল প্লেড । হয়তো এবার হয়নি । পরে হবে ।" দলের খেলোয়াড়দের কাছে গেলেন । একে একে জড়িয়ে ধরলেন । স্মিত হাসি হেসে বুঝিয়ে দিলেন আজ ক্লপ খুশি । রাতের ঘুমটা অন্তত নিশ্চিন্তে হবে ।

যুরগেন ক্লপ

অনেক স্বপ্ন নিয়ে জার্মানি থেকে এসেছিলেন । অচেনা, অজানা বরুশিয়া ডর্টমুন্ডকে ফুটবলের মূলমন্ত্রে ফেরানোর কারিগর যে তিনিই । সেখান থেকে লিভারপুল । যাত্রাটা সহজ নয় । এমনিতে ব্রিটিশদের সঙ্গে জার্মানদের সম্পর্ক যে কতটা 'সুমধুর' তা বলার অপেক্ষা রাখে না । তাও দায়িত্ব নিয়েছিলেন 2015-তে । কথা দিয়েছিলেন "বদলে দেওয়ার ।" প্রথম তিন মরশুম তিনি ব্যর্থ । বারবার তিরে এসে তরী ডুবেছে । এবারও প্রিমিয়ার লিগ হারালেন অল্পের জন্য । কিন্তু, যুরগেন ক্লপ যে জার্মান । আর জার্মানরা যে হারতে শেখেনি । তাই, ভরসা জুগিয়ে যাচ্ছিলেন খেলোয়াড়দের । বলছিলেন, "এখনও সুযোগ আছে । কিছু করে দেখাও । সমর্থকদের মুখে হাসি ফোটাও ।" পারলেন ক্লপ পারলেন ।

লিভারপুলের ঘরে ট্রফি ঢোকেনি বহু বছর । শেষ প্রিমিয়ার লিগ এসেছে 1989-90-তে । চ্যাম্পিয়ন্স লিগ, 2004-05 মরশুম । সেই ইস্তানবুল । 3 গোলে পিছিয়ে পড়েও রুদ্ধশ্বাস কামব্যাক । মিলানকে হারিয়ে ট্রফি জয় । ব্যাস, তারপর শুধুই অন্ধকার । বেনিতেজ়, হজসনরা ট্রফির ছোঁয়া এনে দিতে পারেননি । সহ্যের বাঁধ ভাঙছিল সমর্থকদেরও । অবশেষে দায়িত্ব নিয়ে এলেন ক্লপ । খেলোয়াড়দের মজ্জায় মজ্জায় ঢুকিয়ে দিলেন জার্মান মানসিকতা । হারের আগে হার নয় । বুঝিয়ে দিলেন একপলকে ।

প্রথম তিন মরশুমে তেমন সাফল্য মেলেনি । এবার সাফল্য এসে ধরা দিল । এস্ট্যাদিও মেট্রোপলিতানো ইন মাদ্রিদে ফের লাল সুনামি উঠল । টটেনহাম হটসপারকে 2-0 গোলে হারিয়ে 15 বছর পর চ্যাম্পিয়ন্স লিগ জয় লিভারপুলের । 2 মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মহম্মদ সালাহ । খেলার একদম শেষলগ্নে আরও একটি গোল করে যান ডিভোক ওরিগি ।

ম্যাচের গোলদাতা মহম্মদ সালাহ

গ্যালারিজুড়ে তখন শুধুই লিভারপুল । কেউ হাসছেন, কেউ কাঁদছেন । একে অপরকে জড়িয়ে ধরছেন ওঁরা । এতদিন পর দুঃখ মিটেছে । জয়ধ্বনি চলছে ক্লপের নামে । হতাশা ঝেড়ে দাঁড়াতে শিখিয়েছেন যে তিনিই । ঠান্ডা মাথার ক্লপ তখনও নির্বিকার । মুখে এক চিলতে হাসির মাঝেই চোখ দিয়ে পড়ছে জল । আর মনে মনে আওড়াচ্ছেন, "করে তো দেখালাম ।"

Last Updated : Jun 2, 2019, 4:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details