লিভারপুল, 3 অক্টোবর : কোরোনায় আক্রান্ত লিভারপুলের তারকা ফুটবলার সাদিও মানে ৷ শনিবার প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল এই খবর নিশ্চিত করে ৷
সোমবার আর্সেনালের বিরুদ্ধে 3-1 ব্যবধানে ম্যাচ জেতে লিভারপুল ৷ সেই ম্য়াচে প্রথম থেকেই শুরু করেন মানে ৷ গোলও করেন ৷ তাঁর হালকা উপসর্গ দেখা যায় ৷ তবে তিনি ভালো আছেন ৷
একটি বিবৃতি দিয়ে লিভারপুলের তরফে বলা হয়, ‘‘ সাদিও মানের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ বর্তমানে প্রয়োজনীয় গাইডলাইন অনুযায়ী স্বেচ্ছায় কোয়ারানটিনে আছেন তিনি ৷’’
এর আগে লিভারপুল মিডফিল্ডার থিয়াগো আলকান্ত্রা কোরোনা আক্রান্ত হন ৷ ক্লাবের তরফে বলা হয়, ‘‘ যাইহোক, আলকান্ত্রার মতোই লিভারপুল ফুটবল ক্লাব কোরোনা সংক্রান্ত সমস্ত প্রোটোকল মেনে চলবে ৷ মানে প্রয়োজনীয় সময়ের জন্য স্বেচ্ছায় কোয়ারানটিনে আছেন ৷ ’’
আর্সেনাল ম্যাচে খেলতে পারেননি থিয়াগো ৷ ম্যাচের আগেই তার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ সামনের প্রিমিয়ার লিগের অ্যাস্টোন ভিলার বিরুদ্ধে ম্যাচে থিয়াগো ও মানেকে পাবেন না যুগরেন ক্লপ ৷