পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

হতাশ নেইমারকে জড়িয়ে ধরে সান্ত্বনা মেসির, মুগ্ধ ফুটবল বিশ্ব - কোপা আমেরিকা ফাইনাল

বন্ধু ও বার্সেলোনার একসময়ের সতীর্থ লিওনেল মেসির সান্ত্বনা পেলেন ৷ কান্নায় ভেঙে পড়া নেইমারকে দেখে জড়িয়ে ধরলেন আর্জেন্টাইন তারকা ৷

lionel messi consoles neymer
lionel messi consoles neymer

By

Published : Jul 11, 2021, 10:26 AM IST

Updated : Jul 11, 2021, 11:33 AM IST

রিও ডি জেনেইরো, 11 জুলাই : হারের যন্ত্রণা ৷ কোপা আমেরিকা ফাইনাল শেষে চোখে জল নিয়ে মাঠ ছাড়ছিলেন নেইমার ৷ তার আগে বন্ধু ও বার্সেলোনার একসময়ের সতীর্থ লিওনেল মেসির সান্ত্বনা পেলেন ৷ কান্নায় ভেঙে পড়া নেইমারকে দেখে জড়িয়ে ধরলেন আর্জেন্টাইন তারকা ৷ কিছুক্ষণের জন্য প্রথমবার আন্তর্জাতিক ট্রফি জয়ের আনন্দ ভুলে বন্ধু নেইমারকে সান্ত্বনা দিতে ব্যস্ত রইলেন ৷ পাশেই কোচ স্কালোনিকে নিয়ে আর্জেন্টিনা দলের বন্য উদযাপন চলছিল ৷ হাত দিয়ে তাদেরকে দূরে ঠেলে দেন মেসি ৷ বিপক্ষের ফুটবলারের প্রতি আর্জেন্টাইন মহাতারকা এই ব্যবহার মন কেড়ে নিয়েছে নেটিজেনদের ৷

ফাইনালের আগে নিজেকে লিওনেল মেসির সমর্থক বলেছিলেন নেইমার ৷ তাঁর দেখা সেরা ফুটবলার মেসি ৷ আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচে মেসিদের হয়ে গলা ফাটিয়েছিলেন ৷ কারণ কোপার ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধ খেলার ইচ্ছেপ্রকাশ করেছিলেন নেইমার ৷ কিন্তু ফাইনাল যে ব্রাজিলই জিতবে সেবিষয়ে প্রত্যয়ী ছিলেন ৷ আর্জেন্টিনার বিরুদ্ধে খেলার ইচ্ছে পূরণ হলেও এবারের মতো কোপার ট্রফি জেতা হল না নেইমারের ৷ অ্যাঞ্জেল ডি মারিয়ার একমাত্র গোলে 2021 কোপা আমেরিকার ট্রফি গিয়েছে আর্জেন্টিনার ঘরে ৷

আরও পড়ুন : Copa america 2021 : সর্বোচ্চ গোলদাতা, সেরা খেলোয়াড় ; ব্রাজিলের ফুটবলতীর্থ আজ মেসিময়

সেই হতাশায় নেইমারের গাল বেয়ে অশ্রুধারা বইছিল ৷ স্বপ্নভঙ্গের জ্বালাটা মেসি খুব ভাল বোঝেন ৷ তাই ট্রফি জয়ের উদযাপনের ফাঁকে বন্ধুকে সান্ত্বনা দিতে ছুটে গিয়েছেন ৷ নেইমারকে বেশ কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকেন ৷ হয়তো বলেছিলেন, হতাশ হয়ো না ৷ তোমারও দিন আসবে ৷ আমিও একদিন তোমার জায়গায় ছিলাম ৷ দেখো, তুমিও একদিন সফল হবে ৷

Last Updated : Jul 11, 2021, 11:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details