কলকাতা, 10 মে : নতুন মরসুমে মোহনবাগানের কোচ হিসেবে নিযুক্ত হলেন কিবু ভিকুনা । 47 বছর বয়সি UEFA প্রো লাইসেন্স করা ভিকুনা পোল্যান্ডের প্রথম ডিভিশনের ক্লাবের দায়িত্ব সামলেছেন । মোহনবাগানে তিনি খালিদ জামিলের স্থলাভিসিক্ত হলেন ।
স্পেন ও পোলান্ডের ক্লাবে কোচিং করার অভিজ্ঞতা রয়েছে তাঁর । 2012-13 মরসুমে ভিকুনার কোচিংয়ে ক্লাব পোলিশ লিগ ও পোলিশ কাপ জয়ের নজির রয়েছে । 1986 সালের পোল্যান্ডের হয়ে মেক্সিকো বিশ্বকাপে কোচিং করানো জান উরবানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে । কোচিং করতে এসে 2015 সালে লেখ পোজনান ক্লাবের হয়ে পোলিশ কাপ জিতেছিলেন ।
পোল্যান্ড ও স্প্যানিশ ক্লাবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন ভিকুনাকে কোচ হিসেবে পেয়ে খুশি মোহনবাগান । সহসচিব সৃঞ্জয় বসু বলেছেন ভিকুনার মত ব্যক্তিত্বকে কোচিং করানোর ব্যাপারে রাজি করাতে পেরে তারা আনন্দিত । ভিকুনা স্বয়ং ভারতীয় ক্লাব দলের কোচের চ্যালেঞ্জ নিতে আগ্রহী ছিলেন । গত মরসুমে কোচ বদলেও সাফল্য আসেনি । ফলে শুধু কোচ বদল নয়, পুরো দলটাকেই নতুনভাবে গড়তে চাইছেন বাগান কর্তারা । সেই কাজে কোচ নিয়োগ করে শুরুটা করতে চাইছে । ইতিমধ্যেই পাঁচটি কোচের যে তালিকা করা হয়েছিল তা থেকে এখন দু'জনকে বাছা হয়েছে ।
নতুন মরসুমে মোহনবাগানও স্প্যানিশ কোচ নিয়োগ করতে চেয়েছিল । আগে ঠিক ছিল অস্কার কানো এবং লুইস প্লানাগুমা এই দুই স্প্যানিশ কোচের মধ্যে থেকে একজনকে বেছে নিতে চলেছেন বাগান কর্তারা । কিন্তু শেষ পর্যন্ত তারা ভিকুনাকে দায়িত্ব দেন ।
ইস্টবেঙ্গলে কোচিং করাচ্ছেন আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া । এবার মোহনবাগানের দায়িত্বে স্প্যানিশ কোচ । ফলে ডার্বিতে স্প্যানিশ ফুটবল বুদ্ধির ঝলক দেখতে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে ।