কলকাতা, 15 অক্টোবর :ক্রিশ্চিয়ানো রোনাল্ডার অভাব বুঝতেই দিলেন না, পোর্তুগালের নয়া ফরওর্য়াড দিয়েগো জোটা ৷ লিভারপুলে সই করা এই ফরওয়ার্ডকে বৃহস্পতিবার মাঠে নামান পোর্তুগাল কোচ ফার্নান্ডো সান্টোস ৷ মাঠে নেমেই নিজের উপস্থিতি বুঝিয়ে দিলেন তিনি ৷ নেশন লিগে সুইডেনের বিরুদ্ধে 3-0 গোলে ম্য়াচ জিতলো পর্তুগিজরা ৷
শুরু থেকে এ দিন আক্রমণে গিয়েছিল সান্টোসের দল ৷ 21 21 মিনিটে বেনার্ডো সিলভার ওপেনিং গোলটি সাজিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরিবর্তে পোর্তুগাল দলে আসা দিয়েগো জোটা ৷ এরপর প্রথম হাফ শেষ হওয়ার আগে 44 মিনিটে নিজে পোর্তুগালকে 2-0 গোলে এগিয়ে দেন জোটা ৷ 72 মিনিটে বক্সের মধ্য়ে থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করে লিভারপুলের নয়া এই ফরওর্য়াড ৷ ম্য়াচের পর দলের পারফর্মেন্স নিয়ে খুশি কোচ ফার্নান্ডো সান্টোস ৷ তবে, রোনাল্ডোর অনুপুস্থিতি নিয়ে তাঁর বক্তব্য়,