পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ISL Season 8: আইএসএলের প্রথম অর্ধের সূচি ঘোষণা, ডার্বি 27 নভেম্বর

আইএসএল সিজন 8-এর ক্রীড়াসূচি প্রকাশিত হল ৷ আইএসএল কর্তৃপক্ষ আজ প্রথম অর্ধের ম্যাচের সূচি প্রকাশ করেছে ৷ 19 নভেম্বর প্রথম ম্যাচে মুখোমুখি এটিকে মোহনবাগান এবং কেরল ব্লাস্টার্স ৷ 21 নভেম্বর এসসি ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ জামশেদপুর এফসি’র বিরুদ্ধে ৷

isl-season-8-1st-half-fixture-is-released-by-tournament-committee
আইএসএল-র প্রথম অর্ধের সূচি ঘোষণা, ডার্বি 27 নভেম্বর

By

Published : Sep 13, 2021, 3:06 PM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর : প্রকাশিত হল আইএসএল সিজন 8-এর প্রথম অর্ধের সূচি ৷ 19 নভেম্বর থেকে শুরু হওয়া টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলবে আন্তেনিও লোপেজ হাবাসের এটিকে মোহনবাগান ৷ 19 নভেম্বর তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স ৷ গত মরসুমের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি তাদের প্রথম ম্যাচ খেলবে 21 নভেম্বর ৷ তাদের প্রতিপক্ষ এফসি গোয়া ৷ 20 নভেম্বর বেঙ্গালুরু এফসি টিমের প্রথম ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ৷ ম্যানুয়াল ডিয়াজের এসসি ইস্টবেঙ্গল 21 নভেম্বর জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইএসএল অভিযান শুরু করবে ৷ অন্যদিকে, দ্বিতীয় ম্যাচেই এসসি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান পরস্পরের মুখোমুখি হচ্ছে ৷ যুযুধান দুই প্রতিপক্ষের এই ডার্বি ম্যাচ হবে 27 নভেম্বর ৷

গত মরসুমে লাল হলুদ তাদের আইএসএল অভিযান শুরু করেছিল ডার্বি দিয়েই ৷ কিন্তু এই মরসুমে তাদের প্রথম ম্যাচ ডার্বি হোক তা চায়নি ইস্টবেঙ্গল ৷ এ ব্যাপারে তারা অনুরোধ করেছিল আইএসএল কর্তৃপক্ষকে ৷ 23 নভেম্বর হায়দরাবাদ এফসির মুখোমুখি হবে চেন্নাইয়ন এফসি ৷ ওড়িশা এফসি এবং বেঙ্গালুরু এফসির ম্যাচ 24 নভেম্বর ৷ চারমাসের ফুটবল লিগ 19 নভেম্বর শুরু হচ্ছে ৷ গত বছরের মত কোভিড পরিস্থিতির কারণে যাবতীয় ম্যাচ গোয়ায় অনুষ্ঠিত হবে‌‌ ৷ 9 জানুয়ারি পর্যন্ত এগারো রাউন্ড অবধি খেলার সূচি ঘোষিত হয়েছে ৷

আরও পড়ুন : Virat Kohli: সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব থেকে অব্যাহতি চান কোহলি

চলতি মরসুমের আইএসএলের ম্যাচগুলি সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ৷ শনিবার দু’টি ম্যাচ থাকবে ৷ সেক্ষেত্রে প্রথম ম্যাচ সন্ধ্যা সাড়ে সাতটায় হলে দ্বিতীয়টি হবে রাত সাড়ে ন’টায় ৷ ডার্বির পরে 30 নভেম্বর এসসি ইস্টবেঙ্গলের তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ ওড়িশা এফসি ৷ চতুর্থ ম্যাচ 3 ডিসেম্বর, প্রতিপক্ষ চেন্নাইয়ন এফসি ৷ 7 ডিসেম্বর পঞ্চম ম্যাচে লাল হলুদ ব্রিগেড প্রতিপক্ষ এফসি গোয়া ৷ ষষ্ঠ ম্যাচ 12 ডিসেম্বর এসসি ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স ৷ সপ্তম ম্যাচে লাল হলুদের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড ৷ 23 ডিসেম্বর অষ্টম ম্যাচে ম্যানুয়াল ডিয়াজের দল হায়দরাবাদ এফসির বিরুদ্ধে খেলবে ৷ বেঙ্গালেরু এফসির বিরুদ্ধে 4 জানুয়ারি এসসি ইস্টবেঙ্গল তাদের নবম ম্যাচ খেলবে ৷ 7 জানুয়ারি দশম ম্যাচে লাল হলুদের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি ৷

আরও পড়ুন : Cristiano Ronaldo: ম্যান ইউ জার্সিতে দ্বিতীয় অভিষেকেই জোড়া গোল রোনাল্ডোর

অন্যদিকে, এটিকে মোহনবাগান ডার্বির পর তাদের তিন নম্বর ম্যাচ খেলবে 1 ডিসেম্বর ৷ প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি ৷ আন্তেনিও লোপেজ হাবাসের দলের চতুর্থ ম্যাচ 6 ডিসেম্বর ৷ প্রতিপক্ষ জামশেদপুর এফসি ৷ 11 ডিসেম্বর রয় কৃষ্ণারা তাঁদের পঞ্চম ম্যাচ চেন্নাইয়ন এফসির বিরুদ্ধে খেলবে ৷ 16 ডিসেম্বর সবুজ মেরুন ব্রিগেডের ছয় নম্বর ম্যাচের প্রতিপক্ষ সুনীল ছেত্রীর বেঙ্গালেরু এফসি ৷ 21 ডিসেম্বর সাত নম্বর ম্যাচে এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড ৷ অষ্টম ম্যাচ 29 ডিসেম্বর, গতবারের রানার্সদের প্রতিপক্ষ এফসি গোয়া ৷ 5 জানুয়ারি এটিকে মোহনবাগান তাদের নবম ম্যাচে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে খেলবে ৷ ওড়িশা এফসির বিরুদ্ধে এটিকে মোহনবাগান তাদের দশ নম্বর ম্যাচ খেলবে 8 জানুয়ারি ৷

আরও পড়ুন : Manchester Test: ম্যাঞ্চেস্টার টেস্ট না-হওয়াকে লজ্জাজনক বলছেন জিমি

ABOUT THE AUTHOR

...view details