পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

2 গোলে এগিয়ে থেকেও গোয়ার বিরুদ্ধে ড্র বেঙ্গালুরুর - ইন্ডিয়ান সুপার লিগ 2020-21

প্রথম থেকেই চিরাচরিত আক্রমণাত্মক খেলা শুরু করে গোয়া FC-র ফুটবলাররা ৷ অন্যদিকে নিজেদের ডিফেন্সিভ খেলা ধরে রাখেন বেঙ্গালুরু FC ৷ যদিও ম্যাচের প্রথম 15 মিনিট কোনও সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় দুই দলই ৷

FC Goa vs Bengaluru FC
FC Goa vs Bengaluru FC

By

Published : Nov 23, 2020, 7:44 AM IST

গোয়া, 23 নভেম্বর : একটা পরিবর্তন, আর তাতেই পালটে গেল ম্যাচের ভাগ্য ৷ 2 গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত গোয়া FC -র বিরুদ্ধে 2-2 গোলে ড্র করল বেঙ্গালুরু FC ৷ রবিবার গোয়ার ফতোরদা স্টোডিয়ামে প্রথমে 27 মিনিটে সেলিটন সিলভা ও 57 মিনিটে জৌনান গঞ্জালেজ়ের গোলে এগিয়ে যায় সুনীল ছেত্রীর দল ৷ কিন্তু 66 ও 69 মিনিটে পরপর দুটি গোল করে স্কোর লেভেল করেন পরিবর্ত হিসেবে মাঠে নামা ইগর আঙ্গুলো ৷

প্রথম থেকেই চিরাচরিত আক্রমণাত্মক খেলা শুরু করেন গোয়া FC-র ফুটবলাররা ৷ অন্যদিকে নিজেদের ডিফেন্সিভ খেলা ধরে রাখে বেঙ্গালুরু FC ৷ যদিও ম্যাচের প্রথম 15 মিনিটে কোনও সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় দুই দলই ৷

11 মিনিটের মাথায় প্রথম শট অন গোলে রাখেন বেঙ্গালুরুর আসিক কুরুনিয়ান ৷ বাঁ দিক থেকে তিন ডিফেন্ডারকে কাটিয়ে গোলে জোরালো শট নেন তিনি ৷ কিন্তু গোয়ার গোলরক্ষক মহম্মদ নওয়াজ়কে হারাতে ব্যর্থ হন ৷

ম্যাচের 27 মিনিটে গোলের লকগেট ভাঙে ৷ হরমনজিৎ সিং খাবরার গোলমুখে নেওয়া একটি থ্রো গোয়ার গোলবক্সে জটলা তৈরি করে ৷ সেখান থেকে সুযোগ পেয়ে গোল করতে ভুল করেননি সিলভা ৷ হেডে গোয়া FC-র জাল কাঁপিয়ে দেন সিলভা ৷

57 মিনিটে বেঙ্গালুরুর দ্বিতীয় গোল ৷ এটিও আসে সেটপিস থেকে ৷ কুরুনিয়ানের ফ্রিকিক গোয়া ডিফেন্ডারদের পরাজিত করে আসে অজ়ি ফুটবলার এরিক পার্তালুর কাছে ৷ হেড করে তিনি বল নামিয়ে দেন জৌয়ান গঞ্জালেজ়ের জন্য ৷ সেখান থেকে গোল করতে ভুল করেননি জৌয়ান ৷ দলের দ্বিতীয় গোল করেন তিনি ৷ একই সঙ্গে ইন্ডিয়ান সুপার লিগে বেঙ্গালুরু FC-র হয়ে 100 তম গোলটিও করলেন জৌয়ান ৷

এক ঘণ্টার মাথায় দুটি পরিবর্তন করে গোয়া FC ৷ দুই অ্যাটাকিং মিডফিল্ডার ব্রেন্ডন ফার্নানডেজ় ও অ্যালবার্তো নোগুইরাকে মাঠে নামান গোয়ার কোচ ৷ তার কয়েক মিনিটের মধ্যেই দুটি গোল করে দলকে সমতায় ফেরান ইগর আঙ্গুলো ৷ ম্যাচের 66 মিনিটে প্রথম গোল করেন তিনি ৷ এর তিন মিনিট পরই ফের গোল করে দলকে সমতায় ফেরান আঙ্গুলো ৷

ABOUT THE AUTHOR

...view details