পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ISL Derby 2021: কলকাতা ডার্বিতে নামতে মুখিয়ে সবুজ-মেরুনের হুগো বুমোস

কলকাতা ডার্বিতে নামতে মুখিয়ে রয়েছেন এটিকে মোহনবাগানের বিদেশি মিডফিল্ডার হুগো বুমোস ৷ 27 নভেম্বরের ডার্বি নিয়ে বেশ উত্তেজিত বলে জানালেন ফরাসি এই ফুটবলার ৷ সেই সঙ্গে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গত কয়েকবছরের জয়ের ধারা বজায় রাখার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি ৷

ISL 2021 ATK Muhan Bagan Midfielder Hugo Bumos Excited for Kokata Derby
কলকাতা ডার্বিতে নামতে মুখিয়ে সবুজ-মেরুনের হুগো বুমোস

By

Published : Nov 21, 2021, 2:23 PM IST

Updated : Nov 21, 2021, 3:52 PM IST

কলকাতা, 21 নভেম্বর : কলকাতা ডার্বিতে (Kolkata Derby) নামার জন্য আর অপেক্ষা করতে পারছেন না এটিকে মোহনবাগান (ATK Mohan Bagan)-র হুগো বুমোস (Hugo Boumous) ৷ ফরাসি মিডফিল্ডার আইএসএল (ISL)এ প্রথমবার সবুজ মেরুন জার্সিতে নেমে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন ৷ গোল করে এবং করিয়ে দলকে লিগের প্রথম ম্যাচ জিতেয়েছেন তিনি ৷ এবার অপেক্ষা কলকাতা ডার্বির ৷ আগামী 27 নভেম্বর এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) এবং এটিকে মোহনবাগান এবারের প্রথম ডার্বি খেলতে নামবে ৷ স্বাভাবিকভাবেই সেই ম্যাচকে ঘিরে সমর্থকদের প্রত্যাশার পারদ ক্রমশ বাড়ছে ৷ সেই উত্তাপ থেকে বাদ যাচ্ছেন না সবুজ-মেরুনের হুগো বুমোস ৷

ডার্বি নিয়ে ফরাসি মিডফিল্ডার বলেন, ‘‘সামনেই ডার্বি ৷ আমি ম্যাচটির জন্য অপেক্ষায় রয়েছি ৷ কলকাতা ডার্বি নিয়ে অনেক শুনেছি ৷ তবে, মাঠে দর্শক থাকবে না এটা খুবই হতাশার ৷’’ কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে প্রথম ম্যাচে দলের পারফরমেন্সে খুব একটা খুশি নন হুগো বুমোস ৷ তিনি জানান, কেরালার বিরুদ্ধে জিতলেও, ম্যাচে এটিকে মোহনবাগানের পারফরমেন্স নিখুঁত ছিল না ৷ প্রতিপক্ষ তাঁদের বিরুদ্ধে দু’টি গোল করেছে ৷ ডার্বির আগে সেই ত্রুটি শুধরে নেওয়ার কথা বলেছেন বুমোস ৷ তাই আগামী দিনে দলকে আরও উন্নতি করতে হবে বলে জানিয়েছেন হুগো বুমোস ৷ একইসঙ্গে গত কয়েক বছরের ডার্বি জয়ের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবেন বলে জানান তিনি ৷

আরও পড়ুন : SC East Bengal ISL Match : চিমার ডানায় ভর করেই আইএসএলে নামছে ইস্টবেঙ্গল

আইএসএলের মঞ্চে প্রথমবার রয় কৃষ্ণার সঙ্গে খেলেছেন ফরাসি মিডফিল্ডার ৷ এর আগে এএফসি কাপের খেলাতেও ফিজিয়ান-ফরাসি জুটি এটিকে মোহনবাগানের আক্রমণকে নেতৃত্ব দিয়েছিল ৷ রয় কৃষ্ণার সঙ্গে জুটিতে খেলা নিয়ে বুমোস বলেন, ‘‘রয় কৃষ্ণার সঙ্গে খেলা আমি উপভোগ করছি ৷ গতবছর রয় সোনার বল জিতেছিল ৷ আমাদের মধ্যে বোঝাপড়া যত বাড়বে, তত দল লাভবান হবে ৷ আমার পাস দেওয়ার ধরন রয় বুঝতে পারে ৷ এটা আমাকে সাহায্য করেছে ৷’’ সেই সঙ্গে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে সবুজ মেরুনের চারটি গোলের মধ্যে লিস্টন কোলাসোর গোলটি বিশ্বমানের বলে জানিয়েছেন বুমোস ৷ আর সেই সঙ্গে সতীর্থের খেলার প্রশংসাও করেছেন তিনি ৷ হুগো বুমোসের মতে, লিস্টন কোলাসোর গোলটি দেখেই বোঝা যায় তিনি কতটা প্রতিভাবান ৷

Last Updated : Nov 21, 2021, 3:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details