কলকাতা, 21 নভেম্বর : কলকাতা ডার্বিতে (Kolkata Derby) নামার জন্য আর অপেক্ষা করতে পারছেন না এটিকে মোহনবাগান (ATK Mohan Bagan)-র হুগো বুমোস (Hugo Boumous) ৷ ফরাসি মিডফিল্ডার আইএসএল (ISL)এ প্রথমবার সবুজ মেরুন জার্সিতে নেমে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন ৷ গোল করে এবং করিয়ে দলকে লিগের প্রথম ম্যাচ জিতেয়েছেন তিনি ৷ এবার অপেক্ষা কলকাতা ডার্বির ৷ আগামী 27 নভেম্বর এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) এবং এটিকে মোহনবাগান এবারের প্রথম ডার্বি খেলতে নামবে ৷ স্বাভাবিকভাবেই সেই ম্যাচকে ঘিরে সমর্থকদের প্রত্যাশার পারদ ক্রমশ বাড়ছে ৷ সেই উত্তাপ থেকে বাদ যাচ্ছেন না সবুজ-মেরুনের হুগো বুমোস ৷
ডার্বি নিয়ে ফরাসি মিডফিল্ডার বলেন, ‘‘সামনেই ডার্বি ৷ আমি ম্যাচটির জন্য অপেক্ষায় রয়েছি ৷ কলকাতা ডার্বি নিয়ে অনেক শুনেছি ৷ তবে, মাঠে দর্শক থাকবে না এটা খুবই হতাশার ৷’’ কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে প্রথম ম্যাচে দলের পারফরমেন্সে খুব একটা খুশি নন হুগো বুমোস ৷ তিনি জানান, কেরালার বিরুদ্ধে জিতলেও, ম্যাচে এটিকে মোহনবাগানের পারফরমেন্স নিখুঁত ছিল না ৷ প্রতিপক্ষ তাঁদের বিরুদ্ধে দু’টি গোল করেছে ৷ ডার্বির আগে সেই ত্রুটি শুধরে নেওয়ার কথা বলেছেন বুমোস ৷ তাই আগামী দিনে দলকে আরও উন্নতি করতে হবে বলে জানিয়েছেন হুগো বুমোস ৷ একইসঙ্গে গত কয়েক বছরের ডার্বি জয়ের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবেন বলে জানান তিনি ৷