পানাজি, 20 নভেম্বর : রাখে কৃষ্ণ মারে কে । বাংলার একটি প্রবাদবাক্যকে একটু ঘুরিয়ে একথা বলতেই পারেন আন্তেনিও লোপেজ হাবাস । এবারের ISL-র উদ্বোধনী ম্যাচে এটিকে-মোহনবাগানের ত্রাতা সেই রয় কৃষ্ণ ৷
ISL 2020-21 : রয় কৃষ্ণের গোলে জয় দিয়ে শুরু এটিকে-মোহনবাগানের - রয় কৃষ্ণ
বাম্বোলিমে GMC স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কেরালা ব্লাস্টার্স ও এটিকে-মোহনবাগান ৷
67 মিনিটে প্রতিপক্ষ রক্ষণের ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে ম্যাচের একমাত্র গোল ফিজ়ির ফুটবলারটির । গতবারের চ্যাম্পিয়ন এটিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে মোহনবাগান এবছর ISL-এ । ফলে আন্তেনিও হাবাসের কোচিংয়ে সবুজ মেরুন নৌকার যাত্রা শুরু কেমন হতে পারে তা নিয়ে জল্পনা ছিল । কিন্তু রয় কৃষ্ণের সুযোগ সন্ধানী গোল সমর্থকদের মুখে হাসি ফোটাল । গত মরশুমে 15টি গোল করে এটিকের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্য কারিগর ছিলেন । নতুন মরশুমে নতুন বাগানে মোহন অভিযানে নায়ক সেই কৃষ্ণ ।
যেকোনও মূল্যে তিন পয়েন্ট পাওয়ার কথা বলেছিলেন হাবাস । অতিমারির পরিবেশে প্রস্তুতি সঠিক না হওয়ার কথাও ছিল তাঁর মুখে । সেই আক্ষেপ যে ভুল ছিল না তা জয় আসলেও খেলার সামগ্রিক প্রেক্ষাপটে সঠিক । টুর্নামেন্টের অন্য দলগুলো যখন প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের দেখে নেওয়ার চেষ্টা করেছে তখন হাবাস ভিন্ন পথে হেঁটেছেন । ফলে সরাসরি প্র্যাকটিস থেকে ম্যাচে নামার জড়তা রয় কৃষ্ণ, প্রীতম কোটাল, এডু গার্সিয়াদের খেলায় ছিল ৷ রক্ষণ সামলে দ্রুত আক্রমণের যে ছক হাবাস সাজিয়েছিলেন তা সেভাবে কাজে আসেনি । তার জন্য কেরালার রক্ষণকে কৃতিত্ব দিতে হবে ।