কলকাতা, 16 জুলাই : এটিকে মোহনবাগানের জার্সি পরেই খেলবেন আইরিশ কার্ল ম্যাকহাগ ৷ ফের এক মরসুমের জন্য মোহনবাগান জার্সি পরে অ্যান্তোনিও লোপেজ হাবাসের অধীনে খেলবেন তিনি ৷
আইরিশ ফুটবলার কার্ল একাধিক পজিশনে খেলতে পারেন ৷ তাই কে দলে নিয়ে তাঁকে দলে নিলে নিজের পছন্দ মতো জায়গায় খেলাতে পারবেন কোচ হাবাস ৷ গত মরসুমেও সবুজ-মেরুনের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ম্যাকহাগ ৷
মোহনবাগানের চুক্তিতে সই করার পর কার্ল বলেন, ‘‘ সামনে একটি বড় মরসুম আছে ৷ আমি আমার সেরাটা দেওয়ার জন্য তৈরি হচ্ছি ৷ অন্যান্য ফুটবলারের মতো আমিও ট্রফি জয় করার জন্য উদগ্রীব ৷ আমি সমস্ত টুর্নামেন্ট জয় করতে চাই ৷’’
তিনি আরও বলেন , ‘‘ আমি কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসের ও সাপোর্ট স্টাফের কাছে অনেক কিছু শিখেছি ৷ আমরা খুব ভাল পরিবেশে অনুশীলন করছি ৷ কলকাতা আসার পর আমার পারফরমেন্সে অনেক উন্নতি হয়েছে ৷ বিশেষ করে কোচের জন্য ৷ পরিকল্পনা মতো উনি আমাকে তৈরি করেছেন ৷’’
আরও পড়ুন : T20 WC : জমে যাবে লড়াই, গ্রুপ পর্বে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান
গত মরসুমে খেতাবি লড়াইয়ে এটিকে মোহনবাগানকে হারায় মুম্বই সিটি এফসি ৷ এই বিষয়ে ম্যাকহাগ বলেন, ‘‘গত মরসুমে আমরা খেতাবের খুব কাছাকাছি চলে এসেছিলাম ৷ কিন্তু শেষ পর্যন্ত জিততে পারিনি ৷ যা প্রচণ্ড হতাশার ৷ তবে এটা আমার সাফল্যের খিদে বাড়িয়ে দিয়েছে ৷’’