কলকাতা, 13 মার্চ : কোরোনা আতঙ্কের জেরে ডার্বি নিয়ে আগেই টালমাটাল শুরু হয়েছিল ৷ আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন 31 মার্চ পর্যন্ত কলকাতায় আই লিগের কোনও ম্যাচ হবে না ৷
31 মার্চ পর্যন্ত আই লিগের সমস্ত ম্যাচ বন্ধ - 31 মার্চ পর্যন্ত আই লিগের সমস্ত ম্যাচ বন্ধ
17:55 March 13
পিছিয়ে গেল আইলিগের ফিরতি ডার্বি ৷ ম্যাচটি হওয়ার কথা ছিল সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে ৷ শুধু ডার্বিই নয়, কলকাতায় অনুষ্ঠেয় আইলিগের বাকি ম্যাচ 31 মার্চ পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
সরকারি নির্দেশিকা অনুযায়ী ফাঁকা গ্যালারিতে খেলার কথা ঘোষণা করেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ৷ মোহনবাগানের আপত্তি না থাকলেও সেই নির্দেশ মানতে চায়নি ইস্টবেঙ্গল ৷ ডার্বি পিছিয়ে দেওয়ার পক্ষেই সওয়াল করেছিল লাল-হলুদ কর্তারা ৷
AIFF-এর ঘোষণা সত্ত্বেও আজ কলকাতার ক্লাবগুলিকে নিয়ে নবান্ন সভাঘরের বৈঠকে ডার্বি পিছিয়ে দেওয়ার পক্ষেই কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ফলে আইলিগের ইস্ট-মোহন ডার্বির ভবিষ্যৎ কার্যত ঝুলে রইল বলা চলে ৷ এই পরিস্থিতিতে AIFF কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার ৷
TAGGED:
i league in kolkata