কলকাতা, 25 মে: তাঁর বিশ্বস্ত হাতে নিশ্চিত বোধ করে দলের বাকি 10 সদস্য । গোলপোস্টের নিচে শিলটন পালের উপস্থিতি দল স্বস্তিতে থাকে আর প্রতিপক্ষের চিন্তা বাড়ে । প্রতিপক্ষ স্ট্রাইকারদের পা থেকে বাজপাখির মতো বল ছিনিয়ে নেওয়া মোহনবাগানের অভিজ্ঞ গোলরক্ষকের সহজাত ক্ষমতা । আমফানে বিধ্বস্ত সুন্দরবন রক্ষায় এবার সাহায্যের হাত বাড়ালেন ময়দানের বাজপাখি । সেখানকার দূর্গত মানুষের দিনযাপনের যাবতীয় সামগ্রী নিয়ে এবার নামখানা, পাথরপ্রতিমা যাচ্ছেন শিলটন ।
আমফান বিধ্বস্ত সুন্দরবনের পাশে দাঁড়াচ্ছেন শিলটন পাল - amphan
মোহনবাগানের এই অভিজ্ঞ গোলরক্ষক ব্যক্তিগত উদ্যোগে একটি দল নিয়ে সুন্দরবন যাচ্ছেন । তার দলে সহমর্মী, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন । রয়েছেন অভিজ্ঞ চিকিৎসক ।
মোহনবাগানের এই অভিজ্ঞ গোলরক্ষক ব্যক্তিগত উদ্যোগে একটি দল নিয়ে সুন্দরবন যাচ্ছেন । তার দলে সহমর্মী, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন । রয়েছেন অভিজ্ঞ চিকিৎসক । কয়েক দিনের মধ্যে সুন্দরবনের অবস্থা সরজমিনে দেখে আগামী সপ্তাহে ত্রাণ সামগ্রী নিয়ে দূর্গত এলাকায় যাবেন শিলটন পাল । এই নিয়ে তিনি বলেন, "কোরোনা ভাইরাসের কারণে মানুষ এমনিতেই সমস্যার মধ্যে রয়েছে । আমফানের তাণ্ডব তাদের ভিটেহীন করেছে । দৈনন্দিন বেঁচে থাকার রসদ তাদের নেই । এই কঠিন পরিস্থিতিতে ওই মানুষগুলির পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি ।" একইসঙ্গে তিনি বলেন, "চাল, ডাল সহ যাবতীয় খাদ্যসামগ্রী, মোমবাতিসহ দৈনন্দিন জীবনে প্রয়োজন লাগে এমন সব উপকরণ নিয়ে যাব আমরা । জামাকাপড় দেওয়ারও পরিকল্পনা রয়েছে । ইতিমধ্যে সবকিছু জোগাড় করেছি । এই উদ্যোগের কথা শুনে আমার বন্ধু সাহায্যের হাত বাড়িয়েছেন । এখন যত বেশি সম্ভব ত্রাণ পৌঁছে দেওয়াই লক্ষ্য ।"