পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

"আমি বিস্মিত, হতাশ"; ফুটবলারদের প্রতারণার অভিযোগ ওড়ালেন গৌতম দেবনাথ - ফুটবলার

প্রাক্তন ফুটবলার গৌতম দেবনাথের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছিল অসমের দুই ফুটবলার । সেই আচরণে বিস্মিত ও হতাশ বলে জানালেন গৌতমবাবু ।

ছবি

By

Published : Jul 15, 2019, 7:12 PM IST

Updated : Jul 15, 2019, 7:20 PM IST

কলকাতা, 15 জুলাই : তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ তুলেছিল অসমের দুই উঠতি ফুটবলার । সেই অভিযোগে বিস্মিত ও হতাশ বলে জানালেন প্রাক্তন ফুটবলার গৌতম দেবনাথ ।

বেঙ্গালুরুতে সকার গ্যালাক্সি রেসিডেন্সিয়াল অ্যাকাডেমি চালান গৌতমবাবু । ট্রায়ালের মাধ্যমে সেখানে সুযোগ পায় কুণাল ও প্রবাল তামুলি নামে দুই ফুটবলার । কিন্তু তাদের অভিযোগ, একাধিক প্রতিশ্রুতি দিয়েও তা পালন করা হয়নি । অ্যাকাডেমিতে থাকাকালীন পর্যাপ্ত সংখ্যক ম্যাচ খেলানো হয়নি । তাদের বক্তব্য, সুযোগ দেওয়ার কথা বললে গৌতমবাবু কলকাতায় পাঠিয়ে দেন । ইস্টার্ন রেলসহ 6 টি ক্লাবে ট্রায়াল দেওয়ার ব্যবস্থা থাকবে বলে জানানো হয় । অভিযোগ, সেই প্রতিশ্রুতিও পূরণ হয়নি । এরপর রিলিজ় অর্ডার চাইলে গৌতমবাবু তাদের থেকে 2.5 লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ । বিষয়টি নিয়ে দুজনে IFA-র কাছে দ্বারস্থ হয় ।

এই সংক্রান্ত আরও খবর : অসমের উঠতি ফুটবলারদের প্রতারণা, অভিযুক্ত বাংলার প্রাক্তন ফুটবলার

যদিও দুই ফুটবলারদের অভিযোগে রীতিমতো হতাশ গৌতমবাবু । তাঁর বক্তব্য, সঠিক পরিকাঠামোয় মাধ্যমে আগামীদিনের খেলোয়াড়দের গড়ে তোলাই পাখির চোখ । সেজন্য নতুন নতুন প্রতিভার অন্বেষণও করা হয় । কুণাল ও প্রবালের ক্ষেত্রেও সেই অঙ্গীকারের অন্যথা হয়নি । গৌতমবাবু বলেন, "নিজের ফুটবল স্কুলকে আরও বড় আকারে মেলে ধরার পরিকল্পনা করছি । দুই ফুটবলারের কলকাতার ক্লাবে ট্রায়ালের ব্যবস্থা করে দিয়েছিলাম ।" কিন্তু, দুজনের কলকাতায় পা দিয়ে অভিযোগ করায় অত্যন্ত ক্ষুব্ধ তিনি ।

পাশাপাশি, গৌতমবাবুর সঙ্গে IFA-র তরফে যোগাযোগ করা হয় । যা সঠিক পদ্ধতিতে করা হয়নি বলে মত গৌতমবাবুর । একইভাবে উয়াড়ি ক্লাবের তরফে যে ইমেইল করা হয়েছে তাও সঠিক পদ্ধতি মেনে হয়নি । তাই ফোন বা মেলের কোনও উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেননি তিনি । তবে, দুই উঠতি ফুটবলারের এই আচরণে বিস্ময়ের ঘোর কাটছে না তাঁর । সামান্য নো অবজেকশন সার্টিফিকেট পাওয়ার জন্য ফুটবলারদ্বয়ের এই আচরণের কোনও তল পাচ্ছেন না । তবে ব্লেমগেমের চক্করে না হেঁটে সংশ্লিষ্ট ফুটবলারের নো অবজেকশন সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছেন । উয়াড়ি কর্তা বাপ্পা স্যানালের সঙ্গেও বিশদে কথা বলেছেন । তবে গৌতমবাবুর বক্তব্য, "আপাতত এই ঘটনা ফুটবলার বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক হতে সাহায্য করবে ।"

Last Updated : Jul 15, 2019, 7:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details