মিলান, 11 অক্টোবর : গহীন হতাশা থেকে আবারও সাফল্যের সরণিতে ৷ রবিবাসরীয় মিলানের সান সিরো স্টেডিয়ামে পিএসজি তারকা কিলিয়ান এমবাপেকে ঠিক এভাবেই ব্যাখ্যা করা যেতে পারে ৷ ফিরে যাওয়া যাক ঠিক 100 দিন আগে ৷ ইউরোর রাউন্ড অফ 16-য় সুইজারল্যান্ডের বিরুদ্ধে টাইব্রেকারে পিএসজি তারকার স্পটকিক মিস টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছিল ফরাসিদের ৷ সেই এমবাপেই আবারও ফিরলেন জোরালোভাবে ৷ রবিবার ইতালির রাজধানী শহরে তাঁর গোলেই নেশনস লিগ জিতল বিশ্বচ্যাম্পিয়নরা ৷ পিছিয়ে পড়ে স্পেনকে 2-1 গোলে হারাল দিদিয়ের দেশঁর ফ্রান্স ৷
ইউরায় অকাল বিদায়ের পর আবারও স্বমহিমায় বিশ্বচ্যাম্পিয়নরা ৷ তবে এদিন নেশনস লিগ ফাইনালে জয় সহজে ধরা দেয়নি ফ্রান্সের ৷ প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে 64 মিনিটে পিছিয়ে পড়ে ফরাসিরা ৷ স্প্যানিশ আর্মাডাকে এগিয়ে দেন মাইকেল ওয়ার্জাবাল ৷