কলকাতা, 24 নভেম্বর : কলকাতা ক্লাব ফুটবলে দাপিয়ে কোচিং করে বেড়ানো জহর দাস এবার কলম তুলে নিলেন । প্রকাশিত হল তাঁর লেখা বই "মেডিটেশন ইন মাই ওয়ে।" গত মরশুমে পিয়ারলেসকে কলকাতা লিগ চ্যাম্পিয়ন করে বিরল কৃতিত্বের শরিক হয়েছেন। এবার লেখক হিসেবে আত্মপ্রকাশ তাঁর জীবনের এক নতুন অধ্য়ায়ের সূচনা ।
এই বইয়ে ক্রীড়াক্ষেত্রে মেডিটেশনের প্রয়োজনীয়তা এবং তার প্রয়োগ-পদ্ধতির কথা বলা হয়েছে । একজন ক্রীড়াবিদ মেডিটেশনের মাধ্যমে তাঁর খেলোয়াড় জীবনে কীভাবে পরিবর্তন আনতে পারেন সেই বিষয়ে উল্লেখ রয়েছে এই বইয়ে । মেডিটেশনের সার্থকতা বোঝানোর জন্য উপনিষদ, অরবিন্দ ঘোষ, বিবেকানন্দের উপমা ব্যবহার করা হয়েছে "মেডিটেশন ইন মাই ওয়ে"-তে । লেখকের নিজের জীবনে মেডিটেশনের প্রয়োগ এবং মেডিটেশন থেকে তিনি নিজে কীভাবে উপকৃত হয়েছেন তা বইয়ে প্রকাশ পেয়েছে ।