কলকাতা, 21 অগাস্ট : বিনিয়োগকারী বা স্পনসর ইশুতে আগামী সপ্তাহে নিজেদের অবস্থান স্পষ্ট করবে ইস্টবেঙ্গল । ক্লাবের পক্ষ থেকে সেই ইঙ্গিতই দেওয়া হয়েছে । বিদায়ী বিনিয়োগকারীর পর্ব শেষ হওয়ার পরে নতুন বিনিয়োগকারীর সন্ধানে লাল হলুদ কর্তারা ।
ইন্ডিয়ান সুপার লিগ খেলা ক্লাবের প্রথম লক্ষ্য । সদস্য সমর্থকদের দাবি যে কোনও মূল্যে ISL খেলতে হবে । তা নিয়ে সোশাল মিডিয়ায় দাবি ক্রমশই জোরালো হচ্ছে । তা নিয়ে ক্লাব কর্তারা অসন্তুষ্ট হলেও পরিস্থিতির চাপে কিছু বলতে পারছেন না । তবে সম্মিলিত চাপের কাছে দ্রুত ক্লাবের অবস্থান পরিষ্কার করতে হবে তা কর্তারা বুঝতে পারছেন । সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সম্ভবত নতুন সপ্তাহের মাঝামাঝি সময়ে ক্লাব আই লিগ না ISL-এ খেলবে তা ঘোষণা করা হবে । যেখানে ক্লাবের ইনভেস্টর কিংবা স্পনসর সংক্রান্ত প্রশ্নের উত্তরও থাকবে ।